পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: সৌরভদের বিরুদ্ধে নাইটদের ব্যাটিং ধস, রাসেলের সৌজন্যে 127 রান তুলল কেকেআর - অ্যাওয়ে ম্যাচে জয়ে ফিরতে মরিয়া কলকাতা

অ্যাওয়ে ম্যাচে জয়ে ফিরতে মরিয়া কলকাতা । প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 20, 2023, 7:11 PM IST

Updated : Apr 20, 2023, 10:37 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস । পরপর দু'ম্যাচ হেরে অ্যাওয়ে ম্যাচে জয়ে ফিরতে মরিয়া কেকেআর । যদিও নাইটদের প্রত্যাবর্তনের ম্যাচে আকাশের মুখ ভার । কালো মেঘে ঢেকে রয়েছে রাজধানীর আকাশ । ফলে নির্ধারিত সময়ের প্রায় 1 ঘণ্টা 20 মিনিট পর টস হয়েছে । ব্যাটিং ব্যর্থতায় 20 ওভারে 127 রান তুলেছে কলকাতা ।

কলকাতার হয়ে ওপেন করতে নেমেছেন দুই নবাগত জেসন রয় ও লিটন দাস । ইন্দো-বঙ্গ জুটিতে এদিন ক্লিক করেনি । জেসন রয়ের 39 বলে 43 রান দলের ইনিংসের ভিত গড়ার চেষ্টা করলেও তা কাজে আসেনি । টপ ও মিডল অর্ডারের ব্যর্থতাতেই কার্যত মুখ থুবড়ে পড়ে নাইটরা । জেসন ছাড়া দু'অঙ্কের রান করেছেন মনদ্বীপ সিং ও আন্দ্রে রাসেল । শেষদিকে ক্যারিবিয়ান ব্যাটারের 31 বলে 38 রানের ইনিংস না-এলে 100 রানের আগেই থামতে হত নাইটদের ।

সানরাইজার্স হায়দরাবাদের পর হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছেও । ফলে এদিন অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসই একমাত্র দল যারা এখনও পর্যন্ত ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেনি । পাঁচ ম্যাচের প্রত্যেকটিই হেরেছে রিকি পন্টিংয়ের ছেলেরা । ফলে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে দিল্লি । তাদের ডাগ-আউটে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । প্রাক্তন নাইট অধিনায়কের টোটকাতেই নাইট বধ করতে চাইবেন অভিষেক পোড়েল, মুকেশ কুমাররা ।

আরও পড়ুন: পারিপার্শ্বিক চাপ সামলানো ক্ষমতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্জুনের, মত গাভাসকরের

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস, জেসন রয়, সুনীল নারিন, নীতীশ রানা, রিংকু সিং, মনদীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, কুলওয়ান্ত খেজরোলিয়া

দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মনীশ পাণ্ডে, ফিল সল্ট, ললিত যাদব, আমান খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অনরিখ নর্টজে, ইশান্ত শর্মা, মুকেশ কুমার

আরও পড়ুন: নেতৃত্বে ফিরেই বাইশ গজ মাতালেন কিং কোহলি, ডু'প্লেসির ব্যাটে বড় রান আরসিবি'র

Last Updated : Apr 20, 2023, 10:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details