কলকাতা, 23 এপ্রিল: কলকাতা কি ধোনি শো শেষবারের মতো হতে চলেছে ? শনিবাসরীয় ইডেনের ক্লাবহাউজ এবং পারিপ্বার্শিক অবস্থা দেখলে সেকথাই মালুম হচ্ছে । ক্রিকেটের নন্দনকাননের সমস্ত টিয়ার পরিপূর্ণ । ঘরের মাঠে টস জিতেছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা । অল্প রানে চেন্নাইকে বেঁধে ফেলার লক্ষ্যে প্রথমে বল করছে কলকাতা ।
দিল্লি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন লিটন দাস । ব্যাট হাতে এসেছিল মাত্র 4 রান । দস্তানা হাতে ক্যাচ ছেড়েছেন, মিস করেছেন সহজ দুটি স্টাম্পিং । ফলে পরের ম্যাচেই তাঁকে ছেঁটে ফেলল কেকেআর । এদিন লিটনের বদলে দলে এসেছেন জেভিড উইজ । বাংলাদেশের স্টাম্পারের বদলে দস্তানার দায়িত্ব থাকবে জগদীশনের হাতে । অন্যদিকে চোটের কারণে শার্দূল ঠাকুরকেও পাচ্ছে না কেকেআর ।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: নারায়ণ জগদীসান, জেসন রয়, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, ডেভিড উইজ, কুলবন্ত খেজরোলিয়া, সুয়শ শর্মা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী