পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: নন্দনকাননে ধোনি শো, টস জিতে ফিল্ডিং করছে কেকেআর - কলকাতা নাইট রাইডার্স

ইডেন গার্ডেন্সে টস জিতেছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা । ঘরের মাঠে প্রথমে বল করছে কলকাতা ।

IPL 2023
IPL 2023

By

Published : Apr 23, 2023, 7:06 PM IST

Updated : Apr 23, 2023, 7:33 PM IST

কলকাতা, 23 এপ্রিল: কলকাতা কি ধোনি শো শেষবারের মতো হতে চলেছে ? শনিবাসরীয় ইডেনের ক্লাবহাউজ এবং পারিপ্বার্শিক অবস্থা দেখলে সেকথাই মালুম হচ্ছে । ক্রিকেটের নন্দনকাননের সমস্ত টিয়ার পরিপূর্ণ । ঘরের মাঠে টস জিতেছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা । অল্প রানে চেন্নাইকে বেঁধে ফেলার লক্ষ্যে প্রথমে বল করছে কলকাতা ।

দিল্লি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন লিটন দাস । ব্যাট হাতে এসেছিল মাত্র 4 রান । দস্তানা হাতে ক্যাচ ছেড়েছেন, মিস করেছেন সহজ দুটি স্টাম্পিং । ফলে পরের ম্যাচেই তাঁকে ছেঁটে ফেলল কেকেআর । এদিন লিটনের বদলে দলে এসেছেন জেভিড উইজ । বাংলাদেশের স্টাম্পারের বদলে দস্তানার দায়িত্ব থাকবে জগদীশনের হাতে । অন্যদিকে চোটের কারণে শার্দূল ঠাকুরকেও পাচ্ছে না কেকেআর ।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: নারায়ণ জগদীসান, জেসন রয়, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, ডেভিড উইজ, কুলবন্ত খেজরোলিয়া, সুয়শ শর্মা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ​​ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা, মহেশ থিকসানা

আরও পড়ুন: তিলোত্তমায় কি এই শেষ 'ধোনি শো'? আশঙ্কা নিয়েই ইডেনে মাহিভক্ত রাম

চলতি আইপিএলে দারুণ শুরু করেও কলকাতা নাইট রাইডার্স বিপাকে । তিন নম্বর জায়গা থেকে নেমে আট নম্বরে চলে এসেছে 'রানা অ্যান্ড কোং' । অন্যদিকে, প্রথম পাঁচেই রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস । পারফরম্যান্সের বিচারেও প্রতিপক্ষ নাইটদের তুলনায় এগিয়ে সিএসকে । নাইটদের অবশ্য এইসব দিকে তাকানোর সময় নেই । অর্ধেক খেলা হয়ে যাওয়ার পরেও কলকাতা সঠিক একাদশ খুঁতে ব্যর্থ । ওপেনিং জুটি স্থায়ী হয়নি । পুরো দলের বোঝাপড়া দোদূল্যমান । স্বাভাবিকভাবেই ঘরের মাঠে নাইটরা যেন আন্ডারডগ ।

আরও পড়ুন: রান-আপ বদলে সাফল্য, জানালেন মুম্বইয়ের স্টাম্প ব্রোকার আর্শদীপ

Last Updated : Apr 23, 2023, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details