দুবাই, 1 অক্টোবর : অভিষেকের পর থেকেই দুরন্ত ছন্দ ভেঙ্কটেশ আইয়ার ৷ যাঁর ব্যাটে ভর করে পঞ্জাব কিংসের সামনে বড় রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্স ৷ অভিষেকে বিরাট কোহলির আরসিবি-র বিরুদ্ধে 41 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন ৷ পরের ম্যাচে তাঁর হাফ-সেঞ্চুরিতে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সের গেড়ো টপকে ছিল কেকেআর ৷ শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত হাফ-সেঞ্চুরি এল আইয়ারের ব্যাট থেকে ৷ ক্যাপ্টেন ইয়ন মরগ্যান ফের ব্যর্থ ৷ তবে আইয়ার, রাহুল ত্রিপাঠি ও নীতিশ রানার ব্যাটে প্রীতি জিন্টার দলকে 166 রানের টার্গেট দিল কিং খানের কলকাতা ৷
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে কেকেআর-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন পঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুল ৷ শুরুটা ভাল না-হলেও সেই আইয়ারে ব্যাটে স্কোর বোর্ডে বড় রান তোলে কেকেআর ৷ আইয়ারের সঙ্গে এদিন নাইটদের হয়ে ইনিংস শুরু করেন শুভমন গিল। আর স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনকে দিয়ে বোলিং ওপেন করে পঞ্জাব ৷ ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মেরে খাতা খোলেন আইয়ার ৷ ওভারের শেষ বলে আরও একটি চার মারেন তিনি। প্রথম ওভারে 10 রান তোলে কেকেআর ।