কলকাতা, 27 এপ্রিল: মিশন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শেষ। হোম অ্যান্ড অ্যাওয়ে দু'টোতেই বিরাট কোহলির দলের বিরুদ্ধে দুরন্ত জয় কলকাতা নাইট রাইডার্সের। চলতি আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে দ্বিতীয় ম্যাচে ইডেনে ঘুরে দাঁড়িয়েছিল নাইট রাইডার্স। পরের ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আবার অবিশ্বাস্য জয়। সৌজন্যে রিঙ্কু সিংয়ের অতিমানবীয় পারফরম্যান্স। কিন্তু তারপর ধারাবাহিকভাবে চারটে হার। কিন্তু এবার চিন্নস্বামীতে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। শনিবার ঘরের মাঠে চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেদের প্রতিপক্ষ গুজরাত টাইটানস। জেসন রয় জানালেন, আশা করি জয়ের অভ্যাস গড়ে তুলতে পারব ৷
কিন্তু চিন্নাস্বামীর জয় নাইটদের বদলে দিয়েছে। জয়ের দুই নায়ক জেসন রয় এবং বরুণ চক্রবর্তী ৷ দু'জনেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। ইংল্যান্ডের ক্রিকেটার জেসন রয়কে দলে নেওয়া হয়েছে শাকিব আল হাসান সরে দাঁড়ানোয়। দেরিতে এলেও জেসন রয় ব্যাট হাতে নিয়মিত পারফরম্যান্স করে চলেছেন। তাঁর মতে, চিন্নাস্বামীর পারফরম্যান্স বিশেষ তাৎপর্য বহন করে। "ঘরের মাঠে অর্ধশতরান করলেও দল জিততে পারেনি। এবার দল জিতেছে। তাই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পারফরম্যান্সটি অবশ্যই বিশেষ তাৎপর্যপূর্ণ। চারটে হারের পরে এই জয় দলকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে," বললেন নাইটদের ওপেনার জেসন রয়।
চার হারের ধাক্কা সরিয়ে জয়ের সরণিতে প্রত্যাবর্তন মোটেই সহজ ছিল না। জেসন রয় বলছেন,"চার হারের পরে এই জয়ে মানসিকতার কোনও বদল হয়নি। আমরা খোলা মনে খেলতে পেরেছি। কারণ আমাদের কাছে কোনও কিছুই হারানোর ছিল না। সম্পূর্ণ অন্যরকম দর্শক ছিল চিন্নাস্বামীতে। আমরা স্বাধীনভাবে খেলতে পেরেছি এবং খেলাটা উপভোগ করেছি ।" অধিনায়ক নীতীশ রানার প্রশংসা করেছেন তিনি। "চিন্নাস্বামীর দর্শকরা আমাদের বিরুদ্ধে ছিল। এই অবস্থায় অধিনায়ক নীতীশ রানা বোলারদের সমর্থন করেছে এবং সঠিকভাবে পরিচালনা করেছে। বোলাররাও অধিনায়কের সমর্থন পেয়ে সঠিক লাইনে বল করে সাফল্য নিয়ে আসতে পেরেছে ।"
আরও পড়ুন:আরসিবি'র হ্যাটট্রিক রুখে জয়ের সরণিতে প্রত্যাবর্তন নাইটদের
আজ সন্ধ্যায় শহরে ফিরলেও কেকেআর অনুশীলনে নামেনি। আগামিকাল গুজরাত ম্যাচের প্রস্তুতি সারবে। এদিকে ঝড়-বৃষ্টিতে মাঠের যাতে ক্ষতি না-হয় সেইজন্য যাবতীয় ব্যবস্থাপনা সেরে রেখেছে সিএবি। পুরো মাঠ ভালোভাবে ঢাকা। 70 জন মালি ইডেনের পিচ এবং আউটফিল্ড রক্ষায় কাজ করে চলেছেন। শনিবার গুজরাতের বিরুদ্ধে নামার আগে নাইট শিবিরের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী জানিয়েছেন, ব্যাঙ্গালোর বিরুদ্ধে ম্যাচের সেরা হওয়ার পুরস্কারটি তিনি পুত্রকে উৎসর্গ করতে চান। কারণ স্ত্রী ও পুত্রের কাছে তিনি থাকতে পারেননি। এখন তিনি দু'জনকেই মিস করছেন। বরুণের কথায়, এটাই জীবন। আগের ম্যাচে আমি চার ওভারে 49 রান দিয়েছিলাম। এখানে ভালো বল করেছি। আমাদের দল দারুণভাবে গড়ে উঠছে। চার মাচের পরে জয়ের ধারা এগিয়ে যাওয়াই আমাদের এখন লক্ষ্য।