পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR New Jersey: অধিনায়ক নিয়ে জল্পনার মধ্যে নতুন মরশুমের জার্সি উন্মোচন নাইটদের - কলকাতা নাইট রাইডার্সের জার্সি উন্মোচন

শনিবার সোশাল মিডিয়ায় 2023 আইপিএলের জার্সি প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স ৷ একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে ৷ সেখানে কেকেআর ক্রিকেটারদের দলের নতুন জার্সি পরে দেখা গিয়েছে ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : Mar 26, 2023, 7:35 PM IST

কলকাতা, 26 মার্চ: আইপিএল শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন ৷ তার আগেই দলগুলি প্রস্তুতিতে নেমে পড়েছে ৷ ইডেন গার্ডেন্সে তিন মরশুম পর আইপিএল খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ তার আগে শনিবার রাতে কেকেআর 2023 আইপিএলের জার্সি আত্মপ্রকাশ করল পার্পল ব্রিগেড ৷ ফ্র্যাঞ্চাইজির তরফে টুইটারে এদিন নতুন জার্সির উন্মোচন করে নাইটরা (Kolkata Knight Riders Jersey Unveil on Social Media) ৷ যেখানে আন্দ্রে রাসেল, নীতিশ রানা, রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আইয়ারদের কেকেআর এর নতুন জার্সি পরে দেখা গিয়েছে ৷ তবে, এই জার্সি উন্মোচন কেকেআর সুলভ ছিল না ৷

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার পিঠের চোটের কারণে এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন ৷ তিনি কবে সুস্থ হবেন, তা নিয়ে কিছুই বলা যাচ্ছে না ৷ এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন ? সেটাই বড় প্রশ্ন ৷ অন্তত শ্রেয়স যতদিন না ফিরছেন, ততদিনের জন্য স্ট্যান্ডবাই ক্যাপ্টেন কাকে করা হবে, তা এখনও ঘোষণা করেনি কেকেআর ৷ কলকাতা দলে আন্দ্রে রাসেলের মতো অভিজ্ঞ টি-20 ক্রিকেটার রয়েছেন ৷ তবে, তিনি দলকে নেতৃত্ব দিতে কতটা সক্ষম হবেন, সেই নিয়ে সংশয় থেকেই যায় ৷

টিম সাউদি রয়েছেন যিনি নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক ৷ ওয়ান ডে এবং টি-20 দলের নেতৃত্বও দিয়েছেন ৷ কলকাতা নাইট রাইডার্সে বড় নাম খুব বেশি নেই ৷ এ বছর তাঁদের দলে অধিকাংশই তরুণ ক্রিকেটার ৷ রাসেল, নারাইন, সাউদি, সাকিব, লিটন এবং ফার্গুসন রয়েছেন বিদেশি ক্রিকেটারদের মধ্যে ৷ ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শার্দূল ঠাকুর, উমেশ যাদব ৷ কেকেআর এর সবচেয়ে চিন্তার বিষয় ওপেনিং ৷ সেখানে অভিজ্ঞ টি-20 ক্রিকেটার কেউ নেই ৷ তার উপর টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে কেকেআর সাকিব এবং লিটনকে পাচ্ছে না ৷

আরও পড়ুন:বিরাটের ব্যাটিং প্যাশন এবং পরিশ্রমের প্রশংসায় ইউনিভার্স বস

এই পরিস্থিতিতে শ্রেয়সের চোট বড় চিন্তা কলকাতা নাইট রাইডার্সের ৷ মিডল অর্ডারেও তেমন কোনও নাম নেই যাঁরা ভরসা জোগাবেন ৷ সেক্ষেত্রে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির দাপুটে বোলিংয়ের সামনে অনভিজ্ঞ তরুণ ভারতীয় ব্যাটাররাই ভরসা কেকেআর-এর ৷ এখন দেখার দলের পারফরম্যান্স জার্সি উন্মোচনের মতো সাদামাটা হয় নাকি, দারুণ কিছু করে দেখান নাইটরা ৷

ABOUT THE AUTHOR

...view details