পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ipl 2021: আবুধাবিতে নাইট শিবিরে যোগ দিলেন সুনীল নারিন-আন্দ্রে রাসেল - united Arab emirates

আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি ম্যাচগুলি ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি দলের খেলোয়াড়রা তাঁদের নিজেদের দলের সঙ্গে যোগ দিয়েছে ৷ গতকাল আবুধাবিতে নাইট শিবিরে যোগ দেন আন্দ্রে রাসেল,সুনীল নারিন এবং টিম সেইফের্ট ৷

Ipl 2021
আবুধাবিতে নাইট শিবিরে যোগ দিলেন সুনীল নারিন-আন্দ্রে রাসেল

By

Published : Sep 17, 2021, 12:47 PM IST

আবুধাবি, 17 সেপ্টেম্বর: এপ্রিলে শুরু হয়ে মাঝপথেই বন্ধ হয়েগিয়েছিল আইপিএল ৷ আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি ম্যাচগুলি ৷ তার আগেই গতকাল আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং টিম সেইফের্ট নাইট শিবিরে যোগ দিলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেই তাঁরা আবুধাবিগামী বিমানে চড়ে বসেন। সেন্ট কিটস, নেভিস থেকে দীর্ঘ বিমানযাত্রা করে নাইট সংসারে যোগ দিয়েছেন তাঁরা। ব্যক্তিগত বিমানেই উড়িয়ে নিয়ে আসা হয়েছে নারিন, রাসেলদের।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা টালওয়াসের হয়ে প্রতিনিধিত্ব করেন আন্দ্রে রাসেল। বাকি দুই ক্রিকেটার সুনীল নারিন এবং টিম সেইফের্ট ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেন। রাসেল ইতিমধ্যে দ্রুততম পঞ্চাশ করে বিধ্বংসী ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। বাকি দু'জনও ছন্দে রয়েছেন। ফলে এই তিন ক্রিকেটারের যোগদান কোচ ব্রেন্ডন ম্যাকালামের চিন্তা অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: আইপিএলের হাত ধরে ভারতীয় দলে ফিরতে মরিয়া চাহাল

দলের ভিডিও অ্যানালিস্ট এআর শ্রীকান্ত স্পেনের মালাগা হয়ে এই তিন ক্রিকেটারের সঙ্গে আবুধাবিতে পা দিয়েছেন। ইতিমধ্যে তাঁদের করোনা পরীক্ষা হয়েছে। তারপরেই টিম হোটেলেই বাধ্যতামূলক নিভৃতবাসে খেলোয়াড়রা রয়েছেন। আইপিএলের দ্বিতীয় পর্বে নাইটদের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। খেলাটি হবে 20 সেপ্টেম্বর। ইতিমধ্যেই কেকেআর অনুশীলন শুরু করে দিয়েছে। বাকি সাতটি ম্যাচের মধ্যে ছয়টি জিততে পারলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে নাইট শিবির মনে করছে। তবে তারা ম্যাচ ধরে এগোতে চায়। ইতিমধ্যেই পেস বোলিং বিভাগে পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের বদলে কিউয়ি পেসার টিম সাউদি এসেছেন। কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলছেন, "দলের প্রস্তুতি সঠিক পথে এগোচ্ছে। পরিকল্পনা রূপায়ণ করতে পারলে সাফল্য পাওয়া কঠিন নয়।" পাশাপাশি গ্যালারিতে দর্শকের উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details