দুবাই, 3 অক্টোবর : সানরাইজার্স ব্যাটারদের অল্প রানে বেঁধে রেখে কাজটা সহজ করে দিয়েছিলেন নাইট বোলারররা ৷ কিন্তু 115 রান তুলতেই ঘাম ঝরাতে হল কেকেআর ব্যাটারদের ৷ শেষ পর্যন্ত অধিনায়ক ইয়ন মরগ্যান ও প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক নাইটদের জিতিয়ে মাঠ ছাড়েন ৷ বাউন্ডারি মেরে দলকে জেতান ডিকে ৷ 4 উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স ৷
116 রান তাড়া করতে নেমেও শুরুটা ভাল হয়নি কেকেআর-এর ৷ অল্প রান তাড়া করতে নেমে মন্থর গতিতে শুরু করে নাইট ওপেনাররা ৷ ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ার এদিন বর্থ হন ৷ 14 বলে মাত্র 8 রান জেসন হোল্ডারের শিকার হন তিনি ৷ 23 রানে প্রথম উইকেট হারায় কলকাতা ৷ পাওয়ার প্লে-তে আইয়ারের উইকেট হারিয়ে মাত্র 36 রান তোলে কেকেআর ৷ কিন্তু পরের ওভারেই ফর্মে থাকা আরও রাহুল ত্রিপাঠির উইকেট হারায় নাইট রাইডার্স ৷ মাত্র 7 রান করে রশিদ খানের বলে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ 38 রানে দুই উইকেট হারায় কলকাতা ৷
অল্প রান তাড়া করতে নেমে নাইট ব্যাটাররা এমন ব্যাটিং করতে থাকেন, মন হয় পিচে জুজু রয়েছে ৷ তবে ব্যতিক্রম ছিলেন শুভমন গিল ৷ স্বাভাবিক ছন্দে ব্যাটিং করে হাফ-সেঞ্চুরি করেন নাইটদের এই পঞ্জাব তনয় ৷ তবে দারুণ ব্যাটিং করেও দলকে জিতিয়ে আসতে পারেননি গিল ৷ সিদ্ধার্থ কউলকে তুলে মারতে গিয়ে আউট হন তিনি ৷ 51 বলে 10টি বাউন্ডারি-সহ 57 রানে ডাগ-আউটে ফেরেন নাইট ওপেনার ৷