পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: শার্দূল ঝড়ের পর বরুণ-নারিন যুগলবন্দি, লক্ষ্মীবারের ইডেনে লক্ষ্মীলাভ কলকাতার - IPL 2023

চলতি মরশুমে ইডেনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল নাইটরা । শাহরুখ খানের উপস্থিতি যেন আরও তাতিয়ে দিয়েছিল 'রানা অ্যান্ড কোং'কে । দুরন্ত পারফরম্যান্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স ।

IPL
লক্ষ্মীবারের ইডেনে লক্ষ্মীলাভ কলকাতার

By

Published : Apr 6, 2023, 11:08 PM IST

Updated : Apr 6, 2023, 11:49 PM IST

কলকাতা, 6 এপ্রিল: প্রাথমিক ঝটকা সামলে ব্যাটে-বলে দুরন্ত নাইট রাইডার্স । ক্রিকেটের নন্দনকাননে নান্দনীয় পারফর্ম্যান্সে ফুল ফোটালেন শার্দূল ঠাকুর, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা । এদিন ম্যাচের প্রথমার্ধ যদি শার্দূলের হয়, দ্বিতীয়ার্ধ বরুণ-নারিন জুটির । ইডেনের বাইশ গজে দুই 'মিস্ট্রি' স্পিনারের ঘূর্ণিতে মাত বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা । 81 রানে আরসিবি'কে হারাল কেকেআর ।

শার্দূল ঠাকুর, রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে দেওয়া 205 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বিরাট কোহলি-ফাফ ডু প্লেসি জুটি । প্রথম 4 ওভারেই 40 রান তুলে ফেলেছিলেন দুই ব্যাটার । তারপর বরুণ-নারিন জুটিকে নিয়ে আসতেই যাবতীয় জারিজুরি শেষ । ব্যক্তিগত 21 রানে কোহলির উইকেট ভাঙে নারিনের দুরন্ত ডেলিভারি । সুনীলের বল বুঝতেই পারেননি রানমেশিন । ডু প্লেসি'কে ফেরান বরুণ চক্রবর্তী । প্রোটিয়া ব্যাটারের সংগ্রহ 23 রান ।

আরও পড়ুন:ইডেনে কিং খানের উপস্থিতিতে 'পাঠান' হয়ে উঠলেন শার্দূল

বড় রান করতে পারেননি গ্লেন ম্যাস্কওয়েল । অজি ব্যাটারকে ফেরান সেই বরুণই । 7 বলে ম্যাক্সের সংগ্রহ 5 রান । শাহবাদ আমেদ, দীনেশ কার্তিক কেকেআর বোলারদের ঘূর্ণির সামনে কেউই দাঁড়াতে পারেননি । বরুণ-নারিনের পাশাপাশি এদিন নাইটদের নতুন তারা সুয়ষ শর্মা । কেকেআরএর ইমপ্যাক্ট প্লেয়ার মাত্র 30 রান খরচা করে তুলে নিলেন 3টি উইকেট । বরুণ চক্রবর্তীর এদিন এসেছে 4টি উইকেট । নরিনের সংগ্রহ 2টি । 5 খেলোয়ারের কাড়িগড়িতে এদিন আরও উজ্জ্বল তিলোত্তমার বেগুনি আভাস ।

আরও পড়ুন: ইডেনে কিং খানের উপস্থিতিতে 'পাঠান' হয়ে উঠলেন শার্দূল

চলতি টুর্নামেন্টে প্রথমবার ঘরের মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স । ক্রিকেটের নন্দনকাননে কিং খানের উপস্থিতিতে ব্যাট হাতে 'পাঠান' হয়ে উঠলেন শার্দূল ঠাকুর ৷ মাত্র তিন ব্যাটারের লড়াইয়ে বিরাট কোহলিদের সামনে বড় রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল কেকেআর ৷ বাকি কাজটা সারলেন বরুণ, সুনীলরা ।

Last Updated : Apr 6, 2023, 11:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details