পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: নন্দনকাননে 'রাজা' সেই রিঙ্কু, শেষ বলের থ্রিলারে পঞ্জাব 'বধ' কলকাতার - পঞ্জাব কিংস

শেষ বলে দরকার ছিল 2 রান । চার মেরে ম্যাচ শেষ করলেন রিঙ্কু সিং ।

Etv Bharat
শেষ বলের থ্রিলারে পঞ্জাব 'বধ' কলকাতার

By

Published : May 9, 2023, 6:32 AM IST

Updated : May 9, 2023, 7:08 AM IST

কলকাতা, 9 মে: রিঙ্কু সিং । এক ওভারে পাঁচ ছক্কার পর ফিনিশার হিসেবে আরও পলিশড হয়েছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার । এদিনও শেষ বলের সিংহ গর্জনে নাইটদের রাজা রিঙ্কুই । 19তম ওভারে তিন ছক্কায় ম্যাচ প্রায় শেষ করে দিয়েছিলেন আন্দ্রে রাসেল । দ্রে রাসের প্রায় শেষ করা সেই ম্যাচ শেষ করলেন নাইটদের নতুন তারা, তাঁর শেষ বলে মারা চারে পঞ্জাব 'বধ' করল কলকাতা নাইট রাইডার্স ।

প্রথমে ব্যাট করে অ্যাওয়ে ম্যাচে 179 রান তুলেছিল পঞ্জাব কিংস । রান তাড়া করতে নেমে প্রথম থেকেই স্বপ্রতিভ ছিল কেকেআর ব্যাটাররা । ব্যক্তিগত 15 রানে রহমানুল্লাহ গুরবাজ ফিরলেও জেসন রয় ও নীতীশ রানার ব্যাটে ভর করে দ্রুত জয়ের পথে এগোচ্ছিল হোম টিম । 24 বলে 38 করে ফেরেন দলের ইংরেজ ওপেনার । অধিনায়কে সংগ্রহ 38 বলে 51 । যদিও শেষ দিকে দুলকি চালে এগিয়ে ম্যাচটা নিজেরাই কঠিন করে ফেলেছিল পার্পল ব্রিগেড ।

ঘরের মাঠে এদিন ব্যর্থ চলতি মরশুমে দুরন্ত ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ার । দক্ষিণী ব্যাটারের এদিনের অবদান 11 রান । যদিও 19তম ওভারে নন্দনকাননে ফিরলেন পুরনো দ্রে রাস । স্যাম কুরানের ওভারে হাঁকালেন তিন ছক্কা । সেখান থেকে দুরন্ত তিন ডেলিভারিতে শেষ বল পর্যন্ত খেলা নিয়ে গিয়েছিল আর্শদীপ সিং । যদিও দুই সিংয়ের লড়াইয়ে শেষ হাসি হাসলেন রিঙ্কুই । শেষ বলে দরকার ছিল 2 রান । আর্শদীপের লো-ফুলটসকে ফার্স্ট লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন উত্তরপ্রদেশের ব্যাটার ।

আরও পড়ুন: হারের পর পিছু হটল রয়্যালস, মশকরা পোস্টের জন্য ক্ষমাপ্রার্থী রাজস্থানের সোশাল মিডিয়া টিম

এই ম্যাচ জিতে 5 নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স । 11 ম্যাচে তাদের সংগ্রহ 10 পয়েন্ট । অন্যদিকে সমসংখ্যক পয়েন্টে 7 নম্বরে রয়েছে প্রীতি জিন্টার পঞ্জাব ।

Last Updated : May 9, 2023, 7:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details