পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সফল হয়েছে হাঁটুর অস্ত্রোপচার, টুইটে জানালেন টি নটরাজন - বিসিসিআই

হাঁটুর সফল অস্ত্রোপচার হল ভারতের বাঁ হাতি মিডিয়াম পেসার টি নটরাজনের ৷ আজ সকালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয় ৷ যে চোটের কারণে গত সপ্তাহে আইপিএল থেকে ছিটকে যান নটরাজন ৷

knee-surgery-performed-well-t-natarajan-expresses-gratitude-to-bcci-and-medical-team
সফল হয়েছে হাঁটুর অস্ত্রোপচার, টুইটে জানালেন টি নটরাজন

By

Published : Apr 27, 2021, 8:43 PM IST

নয়াদিল্লি, 27 এপ্রিল : মঙ্গলবার ভারতের নয়া ইয়র্কার সেনসেশন টি নটরাজনের হাঁটুতে অস্ত্রোপচার হল ৷ তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে ৷ আর তার জন্য বিসিসিআই ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে একটি টুইট করলেন হায়দরাবাদের এই তরুণ বাঁ হাতি পেসার ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে হাঁটুর চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান নটরাজন ৷

অস্ত্রোপচার সফল হতেই নটরাজন বোর্ড এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে টুইট করে জানান, ‘‘আজকে আমার হাঁটুর অস্ত্রোপচার হল ৷ আর আমি এর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জেন, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই ৷ সেই সঙ্গে বিসিসিআই ও অন্যান্য সবাই, যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ ৷’’

আরও পড়ুন : কমনওয়েলথে 8 দলের নাম ঘোষণা আইসিসির

টি নটরাজনের এই চোট গত অস্ট্রেলিয়া সফরের সময় থেকেই ৷ সেখানে অতিরিক্ত চাপ নেওয়ার ফলে হাঁটুতে চোট লাগে তাঁর ৷ তারপর দেশে ফিরে বেঙ্গালুরুতে রিহ্যাবে থাকলেও, পুরোপুরি ফিট হওয়ার আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে খেলেন তিনি ৷ তারপরেই এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামেন তিনি ৷ যার পরেই তিনি চোটের কারণে ছিটকে যান ৷ আজ তাঁর হাঁটুর সেই চোটে অস্ত্রোপচার হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details