নয়াদিল্লি, 27 এপ্রিল : মঙ্গলবার ভারতের নয়া ইয়র্কার সেনসেশন টি নটরাজনের হাঁটুতে অস্ত্রোপচার হল ৷ তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে ৷ আর তার জন্য বিসিসিআই ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে একটি টুইট করলেন হায়দরাবাদের এই তরুণ বাঁ হাতি পেসার ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে হাঁটুর চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান নটরাজন ৷
অস্ত্রোপচার সফল হতেই নটরাজন বোর্ড এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে টুইট করে জানান, ‘‘আজকে আমার হাঁটুর অস্ত্রোপচার হল ৷ আর আমি এর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জেন, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই ৷ সেই সঙ্গে বিসিসিআই ও অন্যান্য সবাই, যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ ৷’’