পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KL Rahul: টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে নেই রাহুল, চাপ বাড়ল দ্রাবিড়ের - কেএল রাহুল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে থাই মাসলে চোট পেয়েছিলেন ৷ যার জন্য এবার অস্ত্রোপচার করাতে হবে ভারতীয় মিডল অর্ডার ব্যাটারকে ৷ ফলে আইপিএল এর পর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নেই কেএল রাহুল ৷

KL Rahul ETV BHARAT
KL Rahul

By

Published : May 5, 2023, 5:50 PM IST

মুম্বই, 5 মে: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে সরে দাঁড়ালেন কেএল রাহুল ৷ জানিয়ে দিলেন, খুব শীঘ্রই তাঁর চোট পাওয়া থাইয়ের অস্ত্রোপচার হবে ৷ এই মুহূর্তে তিনি বিসিসিআই-এর চিকিৎসক দলের পরামর্শ মতো চলছেন ৷ মেডিক্যাল টিমের সঙ্গে পরামর্শ এবং বিচার বিবেচনা করার পর আগামী জুন মাসে লন্ডনের ওভালে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিলেন কেএল ৷ উল্লেখ্য, কেএল রাহুল আগেই আইপিএল-এর বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছিলেন থাইয়ের চোটের কারণে ৷

শুক্রবার কেএল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ৷ সেখানেই থাইয়ের অস্ত্রোপচার এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর না খেলার সিদ্ধান্তের কথা জানান রাহুল ৷ দীর্ঘ এই পোস্টে তিনি লিখেছেন, ‘‘বিসিসিআই মেডিক্যাল টিমের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাকে খুব দ্রুত থাইয়ের অস্ত্রোপচার করাতে হবে ৷ আগামী সপ্তাহগুলিতে আমার মনোযোগ থাকবে রিহ্যাবিলেশন এবং সুস্থ হয়ে ওঠার দিকে ৷ এটা খুব কঠিন সিদ্ধান্ত ৷ কিন্তু, আমি জানি পুরোপুরি সুস্থ হতে এটাই সঠিক সিদ্ধান্ত ৷’’

এর পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঘোষিত 15 জনের প্রাথমিক দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান কেএল রাহুল ৷ তিনি বলেন, ‘‘এটা খুবই হতাশাজনক, আমি আগামী মাসে ভারতীয় দলের সঙ্গে ওভালে থাকতে পারব না ৷ আবারও নীল জার্সি পরে দেশের হয়ে খেলার জন্য আমি সবকিছু করব ৷ আর সেটাই আমার সবসময় লক্ষ্য ৷’’ কেএল রাহুল যে আইপিএল এর বাকি ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে পারবেন না, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ আজ সেটাও জানিয়ে দিলেন কেএল ৷

আরও পড়ুন:আইপিএল থেকে ছিটকে গেলেন রাহুল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়েও সংশয়

আর তাই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ৷ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে দলের পাশে থাকতে না পেরে তিনি দুঃখিত ৷ তবে, এলএসজি-র ক্রিকেটাররা নিজেদের এগিয়ে নিয়ে যাবেন বলেও বিশ্বাস রাখেন অধিনায়ক ৷ পাশাপাশি, অস্ত্রোপচার না হওয়া পর্যন্ত কেএল এলএসজি-র ডাগআউটে থাকবেন বলে জানিয়েছেন ৷ সাইড লাইন থেকে দলকে সমর্থন করবেন বাকিদের সঙ্গে ৷ আর দ্রুত তাঁর চোটের চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিসিসিআই-কে ধন্যবাদ জানিয়েছেন রাহুল ৷

ABOUT THE AUTHOR

...view details