মুম্বই, 5 মে: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে সরে দাঁড়ালেন কেএল রাহুল ৷ জানিয়ে দিলেন, খুব শীঘ্রই তাঁর চোট পাওয়া থাইয়ের অস্ত্রোপচার হবে ৷ এই মুহূর্তে তিনি বিসিসিআই-এর চিকিৎসক দলের পরামর্শ মতো চলছেন ৷ মেডিক্যাল টিমের সঙ্গে পরামর্শ এবং বিচার বিবেচনা করার পর আগামী জুন মাসে লন্ডনের ওভালে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিলেন কেএল ৷ উল্লেখ্য, কেএল রাহুল আগেই আইপিএল-এর বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছিলেন থাইয়ের চোটের কারণে ৷
শুক্রবার কেএল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ৷ সেখানেই থাইয়ের অস্ত্রোপচার এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর না খেলার সিদ্ধান্তের কথা জানান রাহুল ৷ দীর্ঘ এই পোস্টে তিনি লিখেছেন, ‘‘বিসিসিআই মেডিক্যাল টিমের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাকে খুব দ্রুত থাইয়ের অস্ত্রোপচার করাতে হবে ৷ আগামী সপ্তাহগুলিতে আমার মনোযোগ থাকবে রিহ্যাবিলেশন এবং সুস্থ হয়ে ওঠার দিকে ৷ এটা খুব কঠিন সিদ্ধান্ত ৷ কিন্তু, আমি জানি পুরোপুরি সুস্থ হতে এটাই সঠিক সিদ্ধান্ত ৷’’