পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KL Rahul Rules Out: আইপিএল থেকে ছিটকে গেলেন রাহুল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়েও সংশয় - বিসিসিআই

থাইয়ের চোট কতটা গুরুতর, তার জন্য স্ক্যান করাতে মুম্বই যাচ্ছেন কেএল রাহুল ৷ বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছেন, রাহুল এই আইপিএল-এ আর খেলতে পারবেন না ৷

KL Rahul Rules Out ETV BHARAT
KL Rahul Rules Out

By

Published : May 3, 2023, 6:58 PM IST

লখনউ, 3 মে: আইপিএল থেকে সম্ভবত ছিটকে গেলেন কেএল রাহুল ৷ জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে যে চোট তিনি পেয়েছিলেন, সেটি বেশ গুরুতর বলেই মনে করা হচ্ছে ৷ এমনকি আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচেও তিনি মাঠে নামেননি ৷ তাঁর থাইয়ের চোট কতটা গুরুতর তা বুঝতে স্ক্যান করানো হবে ৷ এর জন্য কেএল রাহুল মুম্বই যাবেন ৷ পাশাপাশি, লখনউ সুপার জায়েন্টসের বাঁ-হাতি মিডিয়াম স্যুইং বোলার জয়দেব উনাদকট তাঁর কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ৷ উল্লেখ্য, এই দু’জনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের 15 জনের দলে রয়েছেন ৷

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী বিসিসিআই এর একটি সিনিয়র সূত্র বলেছে, ‘‘কেএল রাহুল এই মুহূর্তে লখনউ সুপার জায়েন্টস দলের সঙ্গে রয়েছেন ৷ বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি ডাগআউট থেকেই দেখবেন ৷ বৃহস্পতিবার তিনি লখনউ ক্যাম্প ছেড়ে বেরিয়ে আসবেন ৷ মুম্বইয়ে আসার পর বিসিসিআই-এর নির্ধারিত মেডিক্যাল ব্যবস্থায় তাঁর থাইয়ের চোটের স্ক্যান করানো হবে ৷ তাঁর এবং জয়দেব উনাদকটের চোটের বিষয়টি বিসিসিআই হ্যান্ডেল করবে ৷’’ ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের 1 মাস আগে দুই ক্রিকেটাররে চোট বিসিসিআই-এর মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

ওই সূত্র এও জানিয়েছেন, যখন কেউ এমন চোট পান, তখন সেই চোটের জায়গা ফুলে যায় এবং সেখানে অসহ্য ব্যাথা থাকে ৷ সেই ফোলা ও ব্যাথা কমতে 24-48 ঘণ্টা সময় লাগে ৷ তার পরেই স্ক্যান করানো সম্ভব হয় ৷ তিনি বলেন, ‘‘স্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত কেএল রাহুল টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ তবে, এটা বলা যায় রাহুল আর আইপিএল-এর কোনও ম্যাচে অংশ নেবেন না ৷’’ আগামী মাস অর্থাৎ, 7 জুন থেকে লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে ৷ তার আগে 1 মাসেরও কম সময়ে কেএল রাহুল এবং জয়দেব উনাদকটকে ম্যাচ ফিট করা পাহাড় চড়ার মতো কঠিন ব্যাপার বিসিসিআই স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিক্যাল টিমের কাছে ৷

আরও পড়ুন:ম্যাচের পর উত্তপ্ত বাক্য বিনিময়, 'বিরাট' শাস্তি কোহলি-গম্ভীরের; বাদ গেলেন না নবীনও

তবে, তাঁরা দু’জন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবেন কিনা, তা স্ক্যান রিপোর্ট এলেই স্পষ্ট হয়ে যাবে ৷ সেক্ষেত্রে তাঁদের বিকল্প হিসেব দলে কারা যোগ দেবেন সেটাও বড় প্রশ্ন ৷ বিশেষত, কেএল রাহুলের মতো ব্যাটার, যিনি ইংল্যান্ডের পরিবেশে সফল, তাঁর সঠিক বিকল্প খুঁজে পাওয়ার কঠিন ৷

ABOUT THE AUTHOR

...view details