লখনউ, 3 মে: আইপিএল থেকে সম্ভবত ছিটকে গেলেন কেএল রাহুল ৷ জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে যে চোট তিনি পেয়েছিলেন, সেটি বেশ গুরুতর বলেই মনে করা হচ্ছে ৷ এমনকি আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচেও তিনি মাঠে নামেননি ৷ তাঁর থাইয়ের চোট কতটা গুরুতর তা বুঝতে স্ক্যান করানো হবে ৷ এর জন্য কেএল রাহুল মুম্বই যাবেন ৷ পাশাপাশি, লখনউ সুপার জায়েন্টসের বাঁ-হাতি মিডিয়াম স্যুইং বোলার জয়দেব উনাদকট তাঁর কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ৷ উল্লেখ্য, এই দু’জনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের 15 জনের দলে রয়েছেন ৷
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী বিসিসিআই এর একটি সিনিয়র সূত্র বলেছে, ‘‘কেএল রাহুল এই মুহূর্তে লখনউ সুপার জায়েন্টস দলের সঙ্গে রয়েছেন ৷ বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি ডাগআউট থেকেই দেখবেন ৷ বৃহস্পতিবার তিনি লখনউ ক্যাম্প ছেড়ে বেরিয়ে আসবেন ৷ মুম্বইয়ে আসার পর বিসিসিআই-এর নির্ধারিত মেডিক্যাল ব্যবস্থায় তাঁর থাইয়ের চোটের স্ক্যান করানো হবে ৷ তাঁর এবং জয়দেব উনাদকটের চোটের বিষয়টি বিসিসিআই হ্যান্ডেল করবে ৷’’ ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের 1 মাস আগে দুই ক্রিকেটাররে চোট বিসিসিআই-এর মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷