পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: রয়্যালসদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ, ঘরের মাঠে প্রথমে ব্যাট করছে নাইটরা - কলকাতা নাইট রাইডার্স

আজ ডু অর ডাই ম্যাচ নাইট শিবিরের ৷ ঘরের মাঠে নামছে টিম কেকেআর ৷ টসে জিতলেন সঞ্জু স্যামসন ৷ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নীতীশ রানাদের পাঠালেন ব্যাট করতে ৷

IPL 2023
ঘরের মাঠে প্রথমে ব্যাট করছে নাইটরা

By

Published : May 11, 2023, 7:20 PM IST

Updated : May 11, 2023, 7:45 PM IST

কলকাতা, 11 মে: আইপিএলের মরণ-বাঁচন ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ৷ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দু'দলই জেতার জন্য মরিয়া ৷ যে দল হারবে তারা আইপিএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে ৷ গুরুত্বপূর্ণ আজকের ম্যাচে ইডেনে টস হারলেন নীতীশ রানা ৷ রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের সিদ্ধান্তে প্রথমে ব্যাট করতে নামছে কেকেআর ৷ সেক্ষেত্রে প্রথমে বোলিং করছে রাজস্থান ৷

একটিমাত্র পরিবর্তন নিয়ে ডু অর ডাই ম্যাচে মাঠে নামল কলকাতা ৷ বৈভব অরোরার পরিবর্তে অনুকূল রায়কে একাদশে নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট ৷ অন্যদিকে, জোড়া পরিবর্তন নিয়ে নামছে রাজস্থান রয়্যালস ৷ কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে এলেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট ৷ মুরুগান অশ্বিন এলেন কেএম আসিফের পরিবর্তে ৷ মেগা ম্যাচে নামার আগে শেষ দু'টি ম্যাচ জিতেছে কেকেআর। ফলে আত্মবিশ্বাস অনেকটা বেশি নীতিশ রানার দলের। অপরদিকে, শেষ পাঁচটি ম্যাচের মধ্যে 4টিতে হেরে অনেকটাই চাপে সঞ্জু স্যামসনের দল।

এখনও পর্যন্ত 11টি ম্যাচের মধ্যে কলকাতা নাইট রাইডার্স জিতেছে 5টি ম্যাচে, হেরেছে 6টি ম্যাচ। আপাতত 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে কেকেআর। বৃহস্পতিবার ইডেনে রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে কলকাতা একলাফে প্রথম তিনে চলে আসবে। রাজস্থানও 11 ম্যাচে কলকাতার মতোই 10 পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান-রেট তুলনায় ভালো হওয়ায় সঞ্জু স্যামসনরা রয়েছেন লিগ টেবিলের পাঁচ নম্বরে।

কলকাতার প্রথম একাদশ-

জেসন রয়, গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, অনুকূল রায়, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।অন্যদিকে,

রাজস্থানের প্রথম একাদশ-

যশস্বী জসওয়াল, জোস বাটলার, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ের, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, কেএম আসিফ, ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন:চিপকে ফিরলেন পুরনো ধোনি, দিল্লি 'বধ' করে দু'য়ে চেন্নাই

Last Updated : May 11, 2023, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details