পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নিজামের শহরেও নাইটদের কাঁটা ধারাবাহিকতা

নিজামের শহরে প্লে-অফে ওঠার লড়াই ৷ বৃহস্পতির সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ৷

ETV Bharat
নীতীশ রানা

By

Published : May 3, 2023, 10:51 PM IST

হায়দরাবাদ, 3 মে: প্লে-অফের আশা ক্ষীণ । তবুও ঘুরে দাঁড়ানোর কথা বলছে কলকাতা নাইট রাইডার্স । বৃহস্পতিবার হায়দরাবাদে নীতীশ রানার দলের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ । ইডেনে হ্যারি ব্রুক এবং অধিনায়ক এডেন মার্করামের ব্যাটের দাপটে কলকাতা নাইট রাইডার্সকে আত্মসমর্পণ করতে হয়েছিল । এবার নিজামের শহরে নাইটদের পালটা দেওয়ার ম্যাচ । তবে তা শুধু মধুর বদলা প্লে-অফের আশা টিকিয়ে রাখার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার সুযোগ । চলতি আইপিএলে কলকাতা এবং হায়দরাবাদ দুটো দলই তিনটি করে ম্যাচ জিতে একই বিন্দুতে । সাংবাদিক সম্মেলনে নাইটদের ফিল্ডিং কোচ রায়ান টেন ডুসখাটে জানিয়েছেন দুটো দল একই বিন্দুতে । তবে পয়েন্ট টেবল নয় প্রতিটি ম্যাচ ধরে এগোনোর কথা চিন্তা করছেন । দারুণভাবে শুরু করেও নাইটরা এখন অস্তিত্ব সংকটে ।

ধারাবাহিকতার অভাব প্রতিটি ম্যাচে ভুগিয়েছে কলকাতাকে । এক বা দু'জনের ভালো পারফরম্যান্স লড়াইয়ের মঞ্চ তৈরি করে দিলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কেকেআর । শেষ ম্যাচে ইডেনে গুরবাজ অসাধারণ খেললেও কিছুটা আন্দ্রে রাসেল ছাড়া বাকিরা তা কাজে লাগাতে ব্যর্থ । অধিনায়ক নীতীশ রানা নিজেকে প্রয়োগ করতে ব্যর্থ । রিঙ্কু সিং ক্যামিও খেলছেন । কিন্তু ইনিংস দীর্ঘায়ত করার দৃঢ়তা দেখাতে পারেননি তাঁরা । চোট সারিয়ে মাঠে ফিরে শার্দূল ঠাকুরও ব্যর্থ ।

এই অবস্থায় ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই উন্নতি দরকার । বোলিং বিভাগে উমেশ যাদব দলের সিনিয়র বোলার হলেও প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলতে ব্যর্থ । বরুণ চক্রবর্তী ও সুহাস শর্মা ভালো বল করলেও সুনীল নারিনের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব । যদিও নাইট শিবির থেকে বলা হচ্ছে এই ধরনের কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর নজির তাঁরা দু'বছর আগে দেখিয়েছেন । এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তৈরি তাঁরা ।

অন্যদিকে ভুবনেশ্বর, উমরান মালিক, অধিনায়ক এডেন মার্করাম, হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, মায়াঙ্ক মার্কয়েন্ডয়, ওয়াশিংটন সুন্দর সমৃদ্ধ হায়দরাবাদ সানরাইজার্স ছন্দে নেই। ইডেনে হ্যারি ব্রুকের অসাধারণ ব্যাটিং হায়দরাবাদের জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছিল। অধিনায়ক এডেন মার্করামও ভালো ব্যাটিং করেছিলেন । উমরান মালিক ইডেনে ব্যর্থ হন। ভুবনেশ্বর কুমারও সেভাবে ছাপ ফেলতে ব্যর্থ হন । সেদিক থেকে ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে হায়দরাবাদের ঘুরে দাঁড়ানোর লড়াই । কিন্তু নিজামের শহরের দলটি নাইটদের মতোই ধারাবাহিকতার অভাবে ভুগছে । তাঁদের সামনেও অস্তিত্ব রক্ষার ম্যাচ । তাই লক্ষ্মীবারে নাইট বনাম নিজামের লড়াই আইপিএলে তাদের অস্তিত্ব রক্ষার ।

আরও পড়ুন:আইপিএল থেকে ছিটকে গেলেন রাহুল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়েও সংশয়

ABOUT THE AUTHOR

...view details