কলকাতা, 25 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএল-এ অর্ন্তজলী যাত্রা শুরু হয়ে গিয়েছে ! পয়েন্ট টেবিলের পরিসংখ্যান সেটাই বলছে ৷ সাতটা ম্যাচে পাঁচটা হেরে ব্যাকফুটে কেকেআর ৷ এর মধ্যে পরপর চারটে হার ৷ পুরো দলে দু-একজন ছাড়া কেউ পারফর্ম করতে পারছেন না ৷ স্বভাবতই হতাশ কেকেআর অধিনায়ক নীতীশ রানা ৷ এবার সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তাও আবার চিন্নাস্বামীর মাঠে ৷ যেখানে পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে বিরাট কোহলিদের ৷ তাই বেঙ্গালুরুতে উড়ে যাওয়ার আগে দলের অধিকাংশ প্লেয়ারদের পারফর্ম্যান্স নিয়ে চিন্তায় অধিনায়ক নীতীশ রানা ৷
নীতীশ মেনে নিয়েছেন, টানা চার হারের পরেও বিন্দুমাত্র উন্নতি হয়নি তাঁর দলের। কী ভাবে উন্নতি হতে পারে, সেই আভাসও দিতে পারছেন না ৷ জানালেন, এ ধরনের প্রতিযোগিতায় বড় দলের বিরুদ্ধে একের পর এক ভুল হতে থাকলে পিছিয়ে পড়তেই হবে ৷ এ দিন নীতীশ বলেন, ‘‘সত্যি বলতে, 236 রানের লক্ষ্যমাত্রা ছিল আমাদের সামনে ৷ ব্যাট করতে নামার আগেই আমরা চাপে পড়ে গিয়েছিলাম ৷ এই হার হজম করা সত্যিই কঠিন ৷ কৃতিত্ব দিতে হবে অজিঙ্ক ভাইকে ৷ উনি যে ভাবে ব্যাট করেছেন, তা অসাধারণ ৷ ব্যাটে যা লাগছিল সেটাই মাঠের বাইরে উড়ে যাচ্ছিল ৷’’
নীতীশ মেনে নিয়েছেন, কেকেআর দল হিসেবে একেবারেই উন্নতি করতে পারছে না ৷ জানালেন, সিএসকে-এর বিরুদ্ধে ওই ম্যাচ জিততে হলে পাওয়ার প্লে-তে ভাল খেলতে হত ৷ সেটাই দল হিসেবে করতে পারেনি কেকেআর ৷ তাঁর মতে, এত বড় রান তাড়া করতে গিয়ে সেটা মেনে নেওয়া যায় না ৷ বরাবর ম্যাচে পিছিয়ে ছিল নাইটরা ৷ আর এই হারের পর, দলে ঘুরে দাঁড়ানোর কথা বলা হয়েছে ৷
বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবেন নীতীশ রানারা ৷ টানা হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ তাদের কাছে ৷ দল পরিচালনা থেকে কোচিং সবেতেই দৈন্যতা প্রকাশ পাচ্ছে ৷ দেরিতে হলেও নাইট ম্যানেজমেন্ট বুঝতে পারছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা কেবল অতীতের ছায়া মাত্র ৷ ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন উঠছে ৷ কেন সুনীল নারাইনকে ওপেন করানো হল ? 7 ম্যাচ পরেও কেন কেকেআর-এর ওপেনিং জুটি তৈরি হল না ? কেন টস জিতেও ব্যাটিং নেওয়া হয়নি ? এই সব প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
এসবের মধ্যেও ম্যাচের পরের দিনও ধোনি আবেশে মেতে রয়েছে ইডেন ৷ ম্যাচের চব্বিশ ঘণ্টা পড়েও কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আলোচনা সিএবি-তে ৷ যুগ্মসচিব নরেশ ওঝা ছাড়া বেশিরভাগ পদাধিকারী আসেননি ৷ যাঁরা এসেছেন তাঁরা দীর্ঘদিন ধরে বঙ্গ ক্রিকেটের সঙ্গে যুক্ত ৷ 29 এপ্রিল ম্যাচের প্রস্তুতি নিয়ে সলতে পাকানোর আগে সবাই মানছেন একপেশে ইডেন তাঁরা দেখেননি ৷ সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তা মাথায় রেখেও, সকলেই একমত ক্রিকেট থেকে অবসর চলে যাওয়া একটা মানুষকে নিয়ে উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য ৷ ইডেন যেন এক টুকরো চেন্নাই ৷ গ্যালারিতে হলুদ জার্সির একাধিপত্য ৷
আরও পড়ুন:বিধ্বংসী ব্যাটিংয়ে রানের ইমারত চেন্নাইয়ের, টানা চতুর্থ হারের প্রহর গুনছে নাইটরা