শারজা, 14 অক্টোবর : কলকাতা নাইট রাইর্ডাসের উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ৷ ম্যাচ চলাকালীন আইপিএল’র শৃঙ্খলাভঙ্গ করায় তাঁকে জরিমানা করা হয়েছে ৷ আজ আইপিএল কমিটির তরফে এমনটাই বিবৃতি দেওয়া হয়েছে ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু’র ম্যাচে লেভেল ওয়ানের শৃঙ্খলাভঙ্গ করেছেন দীনেশ কার্তিক ৷ নিজের দোষ তিনি স্বীকার করেছেন বলেও ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছে রেফারি ৷
প্রসঙ্গত, একটা সময় মনে হয়েছিল কলকাতা খুব সহজেই 136 রানের টার্গেটে পৌঁছে যাবে ৷ পরিস্থিতিও তেমনই ছিল ৷ শেষ 4 ওভারে যখন কলকাতার জয়ের জন্য মাত্র 13 রান দরকার ছিল ৷ হাতে ছিল 8 উইকেট ৷ সেই পরিস্থিতি থেকে একটা সময় 130 রানে 7 উইকেট পড়ে যায় কেকেআর-এর ৷ উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক রাবাদার বলে শূন্য রানে বোল্ড হয়ে যান ৷ ক্যামেরায় ধরা পড়ে আউট হয়ে ফেরার সময় রাগের চোটে উইকেট উপড়ে ফেলে দেন কার্তিক ৷ যা আইপিএল’র নিয়মে শৃঙ্খলাভঙ্গের সমান ৷