কলকাতা, 23 এপ্রিল: ম্যাচের আগে উন্মাদনার নিরিখে ইডেনের দখল নিয়েছিল চেন্নাই সমর্থকরা ৷ রবিবাসরীয় ইডেনে বাইশ গজও সুপার কিংসের দখলে ৷ অন্ততপক্ষে প্রথম ইনিংসের নিরিখে ৷ নাইট বোলারদের বেধড়ক ঠেঙিয়ে স্কোরবোর্ডে যা রান তুলল ধোনির দল, তাতে ঘরের মাঠে টানা চতুর্থ হারের প্রহর গুনছে কেকেআর ৷ ডেভন কনওয়ে, শিবম দুবে, আজিঙ্কা রাহানে ৷ তিন ব্যাটারের ঝোড়ো অর্ধশতরানে নাইটদের 236 রানের টার্গেট দিল চারবারের চ্যাম্পিয়নরা ৷ ডেভন কনওয়ে করলেন 40 বলে 56, শিবম দুবের ব্যাট থেকে আসে 50 রান (21), শেষমেশ 29 বলে 71 রান করে অপরাজিত থাকেন আজিঙ্কা রাহানে ৷ ইডেনবাসী মোহিত প্রাক্তন টেস্ট সহ-অধিনায়কের বিধ্বংসী ব্যাটিং দেখে ৷ রাহানে মারেন 6টি চার, 5টি ছয় ৷
ওপেনিংয়ে নেমে 20 বলে 35 রান সংগ্রহ করে আউট হন রতুরাজ গায়কোয়াড় ৷ শেষদিকে জাদেজার ব্যাট থেকে আসে 18 রান ৷ এরপর ইডেনে ব্যাট হাতে নামেন ধোনি ৷ শেষদিকে নেমে তিনি মাত্র তিন বল খেলার সুযোগ পান ৷ 2 রানে অপরাজিত থাকেন তিনি ৷ অন্যদিকে, নাইট শিবিরের সবচেয়ে সফল বোলার কুলবন্ত খেজরোলিয়া 44 রান দিয়ে 2টি উইকেট পান ৷ বরুণ চক্রবর্তী ও সুয়াস শর্মা পান একটি করে উইকেট ৷ বিপক্ষ ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিংয়ে নাভিশ্বাস ওঠার অবস্থা হয় কেকেআরের ৷ ফলত 7 জনকে দিয়ে বল করান নাইট অধিনায়ক নীতীশ রানা ৷