শারজা, 28 সেপ্টেম্বর : আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ডেথ ওভার বোলিংয়ের জন্য ম্যাচ হারতে হয়েছে নাইটদের ৷ কিন্তু পরের ম্যাচেই ইয়ন মরগ্যানদের স্বস্তি দিলেন তাঁর বোলাররা ৷ শারজার ছোট মাঠে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে অল্প রানে বেঁধে রাখল কলকাতা নাইট রাইডার্স ৷ সুনীল নারাইন ও লকি ফার্গুসনের দুরন্ত বোলিংয়ে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 127 রান তুলেছে ক্যাপিটালস ৷
শারজার ছোট মাঠেও ইনিংসে কোনও ছক্কা হাঁকাতে পারেননি দিল্লি ব্যাটাররা ৷ মরু শহরে প্রথম দুটি ম্যাচ জিতে দারুণ ছন্দে থাকা পন্থদের 130 রানের আগেই বেঁধে রাখেন নাইট বোলাররা ৷ স্লো পিচে প্রথম টস জিতে ক্যাপ্টেন মরগ্যানের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করেন নাইট বোলাররা ৷ এদিন পৃথ্বী শ'র পরিবর্তে শিখর ধাওয়ানের সঙ্গে দিল্লির ইনিংস শুরু করেছিলেন স্টিভ স্মিথ ৷ ক্যাপিটালসের হয়ে মরু শহরে প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুটা ভাল করলেও বড় ইনিংস করতে পারেননি স্মিথ ৷ ধাওয়ান-স্মিথ জুটি 35 রান যোগ করলেও শুরু থেকেই দিল্লি ওপেনারদের ছন্দে দেখা যায়নি ৷