পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Knight Club App by KKR: ফ্যানদের জন্য ‘নাইট ক্লাব’, ফাটাফাটি ঘোষণা করল কেকেআর - শাহরুখ খান

ফ্যানদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন আনল নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি (Knight Club App by KKR) ৷ ‘নাইট ক্লাব’ নামে সেই মোবাইল অ্যাপের উদ্বোধন হল আজ ৷ এর বিজ্ঞাপনে রয়েছেন স্বয়ং শাহরুখ খান ৷

Knight Club App by KKR ETV BHARAT
Knight Club App by KKR

By

Published : Mar 28, 2023, 2:06 PM IST

কলকাতা, 28 মার্চ: কেকেআর ফ্যানদের জন্য মোবাইল অ্যাপলিকেশন নিয়ে আসল নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ৷ আজ ‘নাইট ক্লাব’ নামে সেই মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে (KKR Launch Knight Club App for Its Fans) ৷ আর তার বিজ্ঞাপনে রয়েছেন স্বয়ং কেকেআর-এর কো-ওনার শাহরুখ খান (Shah Rukh Khan) ৷ যে অ্যাপের মাধ্যমে নাইট ফ্যানরা তাঁদের প্রিয় তারকাদের আরও কাছ থেকে ফলো করতে পারবেন ৷ নাইট শিবিরের রোজকার সমস্ত কার্যকলাপের ভিডিয়ো, ছবি সবকিছু আপলোড করা হবে নাইট ক্লাবে ৷ আর এর ক্যাচ লাইন বা ট্যাগ লাইন দেওয়া হয়েথে, ‘ফাটাফাটি অ্যাপ’ ৷

কেকেআর ফ্যানরা আইওএস বা অ্যাপেল স্টোর এবং গুগল প্লে-স্টোর থেকে ‘নাইট ক্লাব’ ইনস্টল করতে পারবেন ৷ এ নিয়ে কলকাতা নাইট রাইডার্সের চিফ মার্কেটিং অফিসার বিন্দা দে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেকেআর তাদের ফ্যানদের সঙ্গে সবসময় বিশেষ সম্পর্ক বজায় রাখে ৷ আর সেই সম্পর্ককে আরও মজবুত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি ৷ নাইট রাইডার্সের চিফ মার্কেটিং অফিসার বলেন, ‘‘করোনা পরবর্তী পর্যায়ে 3 বছর পর আবারও কলকাতার ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে ফিরেছে নাইটরা ৷ একটি আঙুলের ছোঁয়ায় নাইট ফ্যানদের তাঁদের পছন্দের তারকাদের আরও কাছে পৌঁছে দিতে চায় ফ্র্যাঞ্চাইজি ৷’’

আর সেই কাজটা করবে ‘নাইট ক্লাব’ অ্যাপ ৷ যেখানে কলকাতা নাইট রাইডার্স শিবিরের ঘরে ফেরার সব মুহূর্তগুলিকে ফ্যানদের সঙ্গে শেয়ার করা হবে ৷ আর এই অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, লয়্যালটি প্রোগ্রাম ৷ এর বিশেষত্ব, ফ্যানরা কেকেআর এর প্রতি কতটা লয়্যাল বা সৎ তা প্রমাণ করার সুযোগ পাবেন ৷ আর লয়্যাল ফ্যানদের পুরস্কৃত করা হবে নাইটদের তরফে ৷ আর পুরস্কারের ক্ষেত্রেও রয়েছে বিশেষ আকর্ষণ ৷ অ্যাপে অ্যাকটিভ থেকে পয়েন্ট অর্জন করে এক্সক্লুসিভ অফিসিয়াল মার্চেন্ডাইজ জিততে পারবেন ফ্যানরা ৷

আরও পড়ুন:শ্রেয়সের অনুপস্থিতিতে নাইটদের স্ট্যান্ডবাই অধিনায়ক নীতীশ রানা

আর বিশেষ ভাগ্যবান ফ্যানরা পাবেন, কেকেআর দলের সঙ্গে দেখা করার সুযোগ ৷ নাইট ক্লাব অ্যাপে গেম জোন রেখেছে ফ্র্যাঞ্চাইজি ৷ সেখানে কেকেআরের ম্যাচের দিন গেমে অংশ নেওয়া যাবে ৷ সেখান থেকেই বিশেষ পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকবে ফ্যানদের জন্য ৷ সেই সঙ্গে নাইট শিবিরের সব খবর সবার আগে এই অ্যাপে তুলে ধরা হবে ৷ সেখানে অনুশীলন, হোটেল, জিম ও ড্রেসিংরুমের ছবি, ভিডিয়ো শেয়ার করা হবে ৷ থাকবে প্লেয়ারদের নিয়ে প্রতিবেদন ৷ আর দলের গুরুত্বপূর্ণ সব আপডেট তুলে ধরা হবে ‘নাইট ক্লাব’ অ্যাপে ৷

ABOUT THE AUTHOR

...view details