পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: 'বিরাট' ম্যাচে ব্যক্তি নয়, দলগত সংহতিতে জোর পণ্ডিতের - চন্দ্রকান্ত পণ্ডিত

লক্ষ্মীবারে ইডেনে কেকেআর-আরসিবি দ্বৈরথ ৷ যা নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ খেলার আগে কী বললেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ?

Etv Bharat
আরসিবি বনাম কেকেআর

By

Published : Apr 5, 2023, 8:54 PM IST

Updated : Apr 5, 2023, 9:19 PM IST

চন্দ্রকান্ত পণ্ডিত ও আরসিবি ক্রিকেটার আকাশদীপের বক্তব্য

কলকাতা, 5 এপ্রিল: অধিনায়ক শ্রেয়স আইয়ারের ছিটকে যাওয়া । শাকিব আল হাসানকে পাওয়া যাবে না, এই খবর এখন অতীত । শাকিবের বদলে জেসন রয়কে দলে নেওয়া হয়েছে । তিন নম্বর ম্যাচ থেকে ইংলিশ ক্রিকেটারকে পাবে কলকাতা নাইট রাইডার্স । তার আগে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কীভাবে থামানো যাবে তাই নিয়ে চিন্তা পার্পল ব্রিগেডের । কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানান, তিনি কোনও ব্যক্তি বিশেষের ওপর নির্ভরশীল নন । দলগত সংহতিতে ভর দিয়েই জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছেন । প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টি প্রতিবন্ধকতা তৈরি না-করলে ছবিটা অন্যরকম হত পারত বলে মনে করেন তিনি ।

তবে হারের হতাশা নিয়ে বসে থাকতে রাজি নন নাইট কোচ । বরং ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই পাখির চোখ পণ্ডিতের । সেই কাজে দলগত সংহতিই ভরসা । পঞ্জাবের বিরুদ্ধে পরাজয়ের চেয়েও পরিকল্পনার গলদ বেশি করে চোখে পড়েছিল । ব্যাটিং অর্ডারের সামঞ্জস্য পাওয়া যায়নি । ইডেনে সেই ব্যাটিং অর্ডারের পরিবর্তন হওয়ার ইঙ্গিত মিললেও তা কোন পথে, ভাঙতে রাজি হলেন না চন্দ্রকান্ত পণ্ডিত ।

কেকেআর কোচ বলেন "প্রতিটি ম্যাচের জন্যই আমাদের পরিকল্পনা রয়েছে । সেটা সবার সামনে ভাঙতে রাজি নই । ব্যাটিং অর্ডার কী হবে সেটাও বলতে রাজি নই । আপনারা কি বিরাট কোহলিদের সুবিধা করে দিতে চান ? না আমাদের চাপে ফেলতে চান ?" মন্তব্য নাইট কোচের । ইনিংসের শুরুতে ভেঙ্কটেশ আইয়ার আসবেন কি না, সেই প্রশ্নেও চন্দ্রকান্ত পণ্ডিতের উত্তর, "দলের জন্য কী করতে হবে সেই ব্যাপারে প্রতিটি ক্রিকেটার সচেতন । তাই ভেঙ্কটেশ আইয়ার প্রথমে আসবেন না মাঝখানে নামবেন তা বলা সম্ভব নয় । এটুকু বলতে পারি নীল নকশায় যাকে যেভাবে দরকার সেরকমই ব্যবহার করা হবে ।"

ইতিমধ্যে রয়্যাল চ্যলেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটারদের রুখতে স্পিনারদের বিশেষভাবে ব্যবহারের ইঙ্গিত মিলেছে নাইটদের প্র্যাকটিসে । সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের বিশেষ অনুশীলন করতে দেখা গিয়েছে । ইডেন যেহেতু নাইটদের ঘরের মাঠ তাই ফায়দা তোলার সুযোগ রয়েছে নীতিশ রানা ও আন্দ্রে রাসেলদের সামনে । প্রথম ম্যাচে হারলেও ক্যারিবিয়ান অলরাউন্ডারের ব্যাট আশা জুগিয়েছে । ভালো ব্যাট করেছেন অধিনায়ক নীতিশও । সব মিলিয়ে ঘুরে দাড়ানোর ডাক পণ্ডিত স্যারের ।

অন্যদিকে, মুম্বইকে উড়িয়ে কলকাতা জয়ের লক্ষ্যে বিরাট কোহলিরা । ভালো খেলেও রয়্যাল চ্যালেঞ্জার্সের ট্রফি অধরা রয়ে গিয়েছে । সাংবাদিক সম্মেলনে আকাশদীপ এসে বলেন, "ভালো পারফরম্যান্স করা তাদের একমাত্র লক্ষ্য । সেটা করতে পারলে ট্রফি অধরা থাকবে না ।" বাংলার বোলার আকাশদীপ । ফলে নাইটদের মত ইডেন তাঁর চেনা । রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স করা আকাশদীপ বলছেন ইডেনের চেনা উইকেটে পেসার এবং ব্যাটারদের সুযোগ রয়েছে । দুই দলই তাদের মতো করে লক্ষ্মীবারে জয়ের কড়ি গোছাতে চাইছে । এখন দেখার কার ভাগ্যে শিকে ছেঁড়ে।

আরও পড়ুন :শ্রেয়সের পরিবর্ত খুঁজে নিল কেকেআর, নাইট শিবিরে যোগ দিচ্ছেন ইংল্যান্ড ওপেনার

Last Updated : Apr 5, 2023, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details