কলকাতা, 5 এপ্রিল: অধিনায়ক শ্রেয়স আইয়ারের ছিটকে যাওয়া । শাকিব আল হাসানকে পাওয়া যাবে না, এই খবর এখন অতীত । শাকিবের বদলে জেসন রয়কে দলে নেওয়া হয়েছে । তিন নম্বর ম্যাচ থেকে ইংলিশ ক্রিকেটারকে পাবে কলকাতা নাইট রাইডার্স । তার আগে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কীভাবে থামানো যাবে তাই নিয়ে চিন্তা পার্পল ব্রিগেডের । কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানান, তিনি কোনও ব্যক্তি বিশেষের ওপর নির্ভরশীল নন । দলগত সংহতিতে ভর দিয়েই জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছেন । প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টি প্রতিবন্ধকতা তৈরি না-করলে ছবিটা অন্যরকম হত পারত বলে মনে করেন তিনি ।
তবে হারের হতাশা নিয়ে বসে থাকতে রাজি নন নাইট কোচ । বরং ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই পাখির চোখ পণ্ডিতের । সেই কাজে দলগত সংহতিই ভরসা । পঞ্জাবের বিরুদ্ধে পরাজয়ের চেয়েও পরিকল্পনার গলদ বেশি করে চোখে পড়েছিল । ব্যাটিং অর্ডারের সামঞ্জস্য পাওয়া যায়নি । ইডেনে সেই ব্যাটিং অর্ডারের পরিবর্তন হওয়ার ইঙ্গিত মিললেও তা কোন পথে, ভাঙতে রাজি হলেন না চন্দ্রকান্ত পণ্ডিত ।
কেকেআর কোচ বলেন "প্রতিটি ম্যাচের জন্যই আমাদের পরিকল্পনা রয়েছে । সেটা সবার সামনে ভাঙতে রাজি নই । ব্যাটিং অর্ডার কী হবে সেটাও বলতে রাজি নই । আপনারা কি বিরাট কোহলিদের সুবিধা করে দিতে চান ? না আমাদের চাপে ফেলতে চান ?" মন্তব্য নাইট কোচের । ইনিংসের শুরুতে ভেঙ্কটেশ আইয়ার আসবেন কি না, সেই প্রশ্নেও চন্দ্রকান্ত পণ্ডিতের উত্তর, "দলের জন্য কী করতে হবে সেই ব্যাপারে প্রতিটি ক্রিকেটার সচেতন । তাই ভেঙ্কটেশ আইয়ার প্রথমে আসবেন না মাঝখানে নামবেন তা বলা সম্ভব নয় । এটুকু বলতে পারি নীল নকশায় যাকে যেভাবে দরকার সেরকমই ব্যবহার করা হবে ।"