কলকাতা, 28 মার্চ: তিন বছর পরে ইডেনে ফিরছে কলকাতা নাইট রাইডার্স । ঘরের মাঠে প্রতিপক্ষকে প্যাঁচে ফেলতে তৈরি পার্পল ব্রিগেড । বড় নামের ঝলকানি নয়, বরং দলগত সংহতিতে ভর করেই 'করব লড়ব জিতব রে...' মন্ত্রের বাস্তবায়ন ঘটাতে চাইছে নাইটরা । দলের অন্যতম শক্তি পেস অ্যাটাক । উমেশ যাদব, শার্দূল ঠাকুরের সঙ্গে টিম সাউদি, লকি ফার্গুসন রয়েছেন । চার পেসারের দাপট যে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলতে পারে তা মানছেন সকলে ।
নাইট পেস ব্যাটারির সিনিয়র পেসার উমেশ যাদবের কথায়, "রঞ্জি ফাইনালে ইডেনের বাইশ গজ পেসারদের সাহায্য করেছিল । আমাদের শক্তি পেস আক্রমণ। আইপিএলে একই ধরনের পিচ থাকলে দলের পেসাররা প্রতিপক্ষকে মুশকিলে ফেলতে পারবে।" আইপিএলে খেলতে পারছেন না জসপ্রীত বুমরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তাঁকে সম্ভবত পাওয়া যাবে না । অক্টোবরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ । সেখানেও বুমরাহকে পাওয়া নাও যেতে পারে । বিষয়গুলো উমেশের মাথায় থাকলেও তিনি এই মুহূর্তে শুধুমাত্র আইপিএল নিয়ে মনোসংযোগ করতে চান । 6 এপ্রিল ইডেনে নাইটরা খেলবে । তার আগে পয়লা এপ্রিল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ওপেনিং ম্যাচ । উমেশ যাদব নাইট সমর্থকদের ঘরে বাইরে সব ম্যাচে দলকে সমর্থনের আবেদন করেছেন ।