কলকাতা, 9 মে: নীতীশ রানাকে 12 লক্ষ টাকার জরিমানা করল আইপিএল কাউন্সিল ৷ স্লো ওভার-রেটের কারণে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ককে জরিমানা করা হয়েছে ৷ সোমবার রাতে ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করে কেকেআর ৷ উল্লেখ্য, আপিএল সিজন 16-এ কলকাতা নাইট রাইডার্সের এটাই প্রথম কোনও ম্যাচ, যেখানে তাদের ওভার-রেট স্লো ছিল ৷ তাই শুধুমাত্র অধিনায়ক নীতীশ রানাকে আয়োজকদের তরফে 12 লক্ষ টাকার জরিমানা করা হয়েছে ৷
আইপিএল-এর আচরণবিধি অনুযায়ী, ন্যূনতম স্লো ওভার-রেটের আওতায় ছিল কেকেআর ৷ তবে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে জয়ের কাছে এই জরিমানা কিছুই নয় নাইট শিবিরে ৷ তাই আগামী ম্যাচগুলিতে ওভার-রেটের দিকে অবশ্যই খেয়াল রাখবে কেকেআর ম্যানেজমেন্ট ৷ বিশেষত, অধিনায়ক নীতীশ রানা ৷ সোমবার রাতে ইডেন গার্ডেন্সে লাস্ট ওভার থ্রিলারে 5 উইকেটে ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স ৷ যদিও, অর্শদীপের শেষ ওভারে মাত্র 6 রান দরকার ছিল নাইটদের ৷
কিন্তু, বাঁ-হাতি পেসার যে স্লগ ওভারের চ্যাম্পিয়ন তা প্রমাণিত ৷ তাই মাত্র 6 রানও তিনি পাহাড় সমান করে তুলেছিলেন রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের সামনে ৷ গতকালের ম্যাচে অর্শদীপের শেষ বলে ফাইন লেগে বাইন্ডারি মেরে ম্যাচ জেতান রিঙ্কু ৷ তার আগে 19 নম্বর ওভারে অবশ্য নাইট রাইডার্সের কাজটা অনেক সহজ করে দিয়েছিলেন আন্দ্রে রাসেল ৷ স্যাম কারেনের ওই ওভারে 20 রান তোলেন রাসেল ৷ যেখানে তিনটি বিশাল ছক্কা মারেন ক্যারিবিয়ান জায়ান্ট ৷ ওই ওভারে বড় রান না এলে ম্যাচ হাতছাড়াও হতে পারত কেকেআর-এর ৷
আরও পড়ুন:ম্যাচ জিতিয়ে ফিরবেন রিঙ্কু, বিশ্বাস ছিল দ্রে রাসের
রিঙ্কু 10 বলে 21 রানে অপরাজিত থাকেন ৷ রাসেল শেষ ওভারে রান-আউট হওয়ার আগে 23 বলে 42 রান করেন ৷ যে ইনিংসে 3টি বাউন্ডারি এবং 3টি ওভারে বাউন্ডারি ছিল ৷ পাশাপাশি, কেকেআর-এর হয়ে এ দিন 38 বলে 51 রানের ইনিংস খেলেন অধিনায়ক নীতীশ রানা ৷ তার আগে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করতে নেমে 24 বলে গুরুত্বপূর্ণ 38 রান করেন জেসন রয় ৷ তবে, ফের একবার ব্যাটে রান পেলেন না ভেঙ্কটেশ আইয়ার (13 বলে 11 রান) ৷