আবুধাবি, 24 সেপ্টেম্বর : চার ম্য়াচ পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স ৷ আড়াই বছর পর নাইটরা ফের নীতা আম্বানির দলের বিরুদ্ধে জেতায় স্বভাবতই উচ্ছ্বসিত কেকআর মালিক কিং খান ৷ তবে নাইটদের স্বস্তির পাশাপাশি অস্বস্তিও রয়েছে ৷ কারণ ম্যাচ জিতেও বড় অঙ্কের জরিমানা গুনতে হল কেকেআর ক্যাপ্টন ইয়ন মরগ্যান থেকে দলের বাকি ক্রিকেটারদের ৷
আবুধাবির শেষ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারিয়ে মরু শহরে 2021 আইপিএলের দ্বিতীয় পর্বে অন্যরকম বার্তা দিয়েছেন নাইটরা ৷ একই সঙ্গে তিন ধাপ এগিয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে কেকেআর ৷ অর্থাৎ কিং খানের দলের সামনে প্লে-অফের হাতছানি ৷
তবে মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়েও অস্বস্তিতে মরগ্যান ও তাঁর সতীর্থরা ৷ কারণ স্লো-ওভার রেটের জন্য জরিমানা গুনতে হচ্ছে কেকেআর ক্যাপ্টেন ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা প্রথম একাদশের ক্রিকেটারদের ৷ স্লো-ওভার রেটের কারণে ক্যাপ্টেন মরগ্যানের 24 লক্ষ টাকা এবং বাকিদের ম্যাচ ফি-র 25 শতাংশ অর্থাৎ 6 লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে ৷