পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR Win : 'রয়্যালস বধ' করে প্লে-অফের দোরগোড়ায় নাইটরা

এপ্রিলে ঘরের মাঠে সাত ম্যাচে মাত্র 2টি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু মরু শহরে শেষ সাতটি ম্যাচে পাঁচটি জিতে কার্যত প্লে-অফে পৌঁছে গেল শাহরুখের নাইটরা ৷ অপেক্ষা শুক্রবার মুম্বই-হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত ৷ শেষ ম্য়াচে রোহিত শর্মারা মিরাকেল না-ঘটালে নাইটদের প্লে-অফ খেলা নিশ্চিত ৷

KKR
'রয়্যালস বধ' করে প্লে-অফের দোরগোড়ায় নাইটরা

By

Published : Oct 7, 2021, 10:56 PM IST

শারজা, 7 অক্টোবর : মরু শহরে অন্য মেজাজে কিং খানের নাইটরা ৷ ঘরের মাঠে সাত 2021 আইপিএলের প্রথম পর্বে সাত ম্যাচে মাত্র দুটি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু মরু শহরে লিগের শেষ সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে কার্যত প্লে-অফে পৌঁছে গেল কেকেআর ৷ বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে লিগ তালিকায় চার নম্বরেই থাকল ইয়ন মরগ্যানের দল ৷ শুক্রবার রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স অসম্ভব মিরাকেল না-ঘটালে চতুর্থ দল হিসেবে চতুর্দশ আইপিএলের প্লে-অফে পৌঁছে যাবে কলকাতা ৷

এদিন শারজার বাইশ গজে নাইটদের সামনে হতাশজনক পারফরম্যান্স রয়্যালসের ৷ কেকেআর-এর বিরুদ্ধে 172 রান তাড়া করতে নেমে স্কোর বোর্ডে কোনও রান যোগ করার আগেই রয়্যালসের বাঁ-হাতি ওপেনার যশস্বী জসওয়াল ৷ শাকিব আল হাসানকে দিয়ে এদিন বোলিং ওপেন করিয়ে চমক দেন নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ অধিনায়কের আস্থার মর্যাদা দেন বাংলাদেশি অল-রাউন্ডার ৷ তৃতীয় বলেই যশস্বীকে ডাগ-আউটে ফিরিয়ে নাইটদের স্বপ্নের শুরু দেন শাকিব ৷ দ্বিতীয় ওভারের প্রথম বলে রয়্যালস অধিনায়ক অধিনায়ক সঞ্জু স্যামসনকে ফেরান শিভম মাভি ৷ স্কোর বোর্ড মাত্র এক রান ৷ ডাগ-আউটে ফিরে যান রাজস্থানের দুই ওপেনার ৷

তারপর নিয়মিত উইকেট হারাতে থাকে রয়্যালস ৷ মাত্র 35 রানে 7 উইকেট হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে যায় রাজস্থান ৷ কিন্তু এখান থেকে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাটিং করে 'রয়্যালস হোপ' হিসেবে নিজেকে মেলে ধরেন রাহুল তেওটিয়া ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ মরু শহরে রয়্যালস ইনিংসে রাহুল ব্যাটে একা ঝড় তুললেও তা যথেষ্ট ছিল না ৷ রাহুল 44 রানে আউট হয়েই রয়্যালস ইনিংসে যবনিকা পড়ে ৷ রাজস্থানকে 86 রানে হারিয়ে রান-রেট অনেকটাই বাড়িয়ে নেয় কেকেআর ৷

আরও পড়ুন : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের

এর আগে প্রথম ব্যাটিং করে মুলত দুই ওপেনারের ব্যাটে চার উইকেট হারিয়ে 171 রান তুলেছিল কলকাতা ৷ ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ার 35 বলে 2টি ছয় ও তিনটি বাউন্ডারি মেরে 38 রান করে আউট হলেও তাঁর ওপেনিং পার্টনার শুভমন গিল আগের ম্যাচের ছন্দ ধরে রাখেন ৷ দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন নাইট ওপেনার ৷ তবে হাফ-সেঞ্চুরি করার পর ক্রিস মরিসের বলে ব্যক্তিগত 56 রানে ডাগ-আউটে ফেরেন গিল ৷ 44 বলের ইনিংসে 2টি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন তিনি ৷ এর পর নীতিশ রানা 5 বলে 12 এবং রাহুল ত্রিপাঠি 14 বলে 21 রান করেন ৷ তারপর ক্রিজে এসেই ঝড় তোলেন প্রাক্তন নাইট ক্যাপ্টেন দীনেশ কার্তিক ৷ ডিকে 11 বলে একটি ছক্কা-সহ 14 রানে অপরাজিত থাকেন ৷ আর ক্যাপ্টেন মরগ্যান করেন 11 বলে 13 ৷

ABOUT THE AUTHOR

...view details