হায়দরাবাদ, 4 মে: শেষ পাঁচ ম্যাচের সবক'টি ডু অর ডাই । বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে নাইটদের প্লে-অফে যোগ্যতা অর্জনের সমীকরণটা ছিল ঠিক এরকম । অর্থাৎ, নিজামের শহরে হার মানে ফের একটা ব্যর্থ মরশুম । কিন্তু এত সহজে হয়তো হাল ছাড়ার পাত্র নন শাহরুখের দলের ছেলেরা । ফলস্বরূপ সানরাইজার্স হায়দরাবাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে প্লে-অফের প্রশ্নে ভেসে রইল কলকাতা নাইট রাইডার্স । মার্করামের দলকে তাঁদের ডেরায় গিয়ে 5 রানে হারাল নাইটরা । একইসঙ্গে প্রথম পর্বে হারের মধুর বদলা নিল কেকেআর ।
পাঁচ উইকেট হাতে নিয়েও শেষ 20 বলে 27 রান তুলতে ব্যর্থ সানরাইজার্স । তবে হায়দরাবাদ ব্যাটারদের ব্যর্থতাকে সামনে রেখে নাইট বোলারদের কৃতিত্ব আড়াল করলে অন্যায় হবে । বিশেষ করে বরুণ চক্রবর্তী । এদিন শেষ ওভারে যখন বল করতে আসেন মিস্ট্রি স্পিনার, হায়দরাবাদের প্রয়োজন তখন 9 রান । কিন্তু অন্তিম ওভারে মাত্র 3 রান খরচ করলেন তিনি, সঙ্গে তুলে নিলেন মহামূল্যবান আব্দুল সামাদের উইকেট । 4 ওভারে মাত্র 20 রান দিয়ে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা বরুণই । 2টি করে উইকেট নিলেন শার্দূল ঠাকুর এবং বৈভব অরোরা ।