আমেদাবাদ, 2 এপ্রিল: আইপিএল থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট পান উইলিয়ামসন ৷ তাঁর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাই সুর্দশনকে নামিয়েছিল গুজরাত ৷ রবিবার গুজরাত টাইটান্সের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, কিউয়ি ব্যাটার হাঁটুর চোটের কারণে অবশিষ্ট আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন ৷
গুজরাত টাইটান্সের প্রেস বিবৃতিতে দলের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি উল্লেখ করেছেন, ‘‘হাঁটুর চোটের কারণে কেন উইলিয়ামসনকে টুর্নামেন্টের শুরুতেই হারাতে হল ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক ৷ আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করি ৷ আশা করছি খুব দ্রুত ও আবার মাঠে ফিরে আসবে ৷’’ উল্লেখ্য, মিড উইকেট বাউন্ডারিতে রুতুরাজ গায়কোয়াড়ের পুল শটে জাম্প করে ছয় বাঁচাতে গিয়েছিলেন কেন উইলিয়ামসন ৷ সেটি ছয় না হলেও 4 রান পেয়েছিলেন রুতরাজ ৷ কিন্তু, শূন্য লাফ দেওয়ার পর নিচে নামার সময় হাঁটুর উপরে পড়েন উইলিয়ামসন ৷ সেখান থেকে তিনি আর মাঠে ফিরতে পারেননি ৷