পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kane Williamson Ruled Out: শুরুতেই শেষ, হাঁটুর চোটের আইপিএল থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন ! - Kane Williamson

আইপিএল এর বাকি সিজনে আর খেলতে পারবেন না কেন উইলিয়ামসন ৷ রবিবার গুজরাত টাইটন্সের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, সিএসকে ম্যাচে হাঁটুতে চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন কেন ৷

Kane Williamson Ruled Out ETV Bharat
Kane Williamson Ruled Out

By

Published : Apr 2, 2023, 1:44 PM IST

আমেদাবাদ, 2 এপ্রিল: আইপিএল থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট পান উইলিয়ামসন ৷ তাঁর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাই সুর্দশনকে নামিয়েছিল গুজরাত ৷ রবিবার গুজরাত টাইটান্সের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, কিউয়ি ব্যাটার হাঁটুর চোটের কারণে অবশিষ্ট আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন ৷

গুজরাত টাইটান্সের প্রেস বিবৃতিতে দলের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি উল্লেখ করেছেন, ‘‘হাঁটুর চোটের কারণে কেন উইলিয়ামসনকে টুর্নামেন্টের শুরুতেই হারাতে হল ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক ৷ আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করি ৷ আশা করছি খুব দ্রুত ও আবার মাঠে ফিরে আসবে ৷’’ উল্লেখ্য, মিড উইকেট বাউন্ডারিতে রুতুরাজ গায়কোয়াড়ের পুল শটে জাম্প করে ছয় বাঁচাতে গিয়েছিলেন কেন উইলিয়ামসন ৷ সেটি ছয় না হলেও 4 রান পেয়েছিলেন রুতরাজ ৷ কিন্তু, শূন্য লাফ দেওয়ার পর নিচে নামার সময় হাঁটুর উপরে পড়েন উইলিয়ামসন ৷ সেখান থেকে তিনি আর মাঠে ফিরতে পারেননি ৷

গুজরাত টাইটন্সের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে কেন উইলিয়ামসন পরবর্তী চিকিৎসার জন্য নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন ৷ তাঁর পরিবর্ত ক্রিকেটার কে হবেন ? তা খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রেস বিবৃতিতে ৷ দীর্ঘ কয়েকবছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার পর, এ বছর গুজরাত টাইটন্সের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন কিউয়ি অধিনায়ক ৷ গতবছর পর্যন্ত হায়দরাবাদের অধিনায়কত্বের দায়িত্বেও ছিলেন তিনি ৷ কিন্তু, মিনি অকশনের আগে উইলিয়ামসনকে ছেড়ে দেয় হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷

আরও পড়ুন:পরিস্থিতি বুঝতে ব্যর্থ ! অভিষেকে অধিনায়কত্বের চাপ স্পষ্ট নীতীশের শরীরী ভাষায়

যদিও, উইলিয়ামসনের চোট প্রথম ম্যাচে গুজরাতের জয়ের পথে কোনও কাঁটা হয়ে দেখা দেয়নি ৷ 5 উইকেটে ম্যাচ জিতে এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 2 নম্বরে রয়েছে গুজরাত ৷ তাদের পরের ম্যাচ আগামী মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে ৷

ABOUT THE AUTHOR

...view details