পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএল থেকে নাম প্রত্যাহারে সোশাল মিডিয়ায় ট্রোলড জস হ্যাজ়েলউড - আইপিএল

আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেওয়ার পরেই, সোশ্য়াল মিডিয়ায় ট্রোল হলেন অজ়ি মিডিয়াম পেসার জস হ্যাজ়েলউড ৷ চেতেশ্বর পূজারাকে নেটে বল করতে হবে বলেই আইপিএলে না খেলার সিদ্ধান্ত বলে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে ৷

josh-hazlewood-pulls-out-of-ipl-netizens-say-he-is-tired-of-bowling-cheteshwar-pujara-in-nets
আইপিএল থেকে নাম প্রত্যাহারে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড জস হ্যাজ়েলউড

By

Published : Apr 1, 2021, 3:51 PM IST

হায়দরাবাদ, 1 এপ্রিল : আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের বিদেশি বোলার জস হ্যাজ়েলউড ৷ আর তাঁর এই সিদ্ধান্তের পরেই সোশাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন জস ৷ বলা হচ্ছে, চেতেশ্বর পূজারাকে নেটে বল করতে হবে বলেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অজ়ি মিডিয়াম পেসার ৷ এমনই একাধিক ট্রোল সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন জস হ্যাজ়েলউড ৷

অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলার জন্য আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অজ়ি মিডিয়াম পেসার জস হ্যাজ়েলউড ৷ তবে, তাঁর এই সিদ্ধান্ত নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং ৷ যেখানে বলা হচ্ছে, চেন্নাই সুপার কিংসের নেটে চেতেশ্বর পূজারাকে বোলিং করতে হবে বলেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জস৷ কেউ কেউ আবার বলছেন, চেন্নাইয়ের নেটে যাতে পূজারাকে ফেস করতে না হয়, তার জন্য জস হ্যাজ়েলউডের এই সিদ্ধান্ত বেশ স্মার্ট ৷

আরও পড়ুন : মিচেল মার্শের পরিবর্ত হিসেবে সানরাইজ়ার্স হায়দরাবাদে এলেন জেসন রয়

গতকালই সিএসকে-র সাইটে চেতেশ্বর পূজারার একটি ছয় মারার ভিডিয়ো ছড়িয়ে পড়ে ৷ ভারতীয় নেটিজ়েনরা সেই ভিডিয়োকেই হাতিয়ার করেছেন ৷ সেই সঙ্গে বলছেন, চেন্নাইয়ের নেটে চেতেশ্বর পূজা়রাকে বল করতে হবে ভেবেই ভয় পেয়ে গিয়েছেন জস হ্যাজ়েলউড ৷ এক নেটিজ়েন সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘‘এটাই হয় যখন পূজারা নেটে ব্যাট করতে নামেন ৷’’ পাশাপাশি টেস্ট ম্যাচে পূজারার ডিফেন্স বোলারদের কাছে একটি বিরক্তিকর বিষয় ৷ সেই প্রসঙ্গ টেনেও নেটিজ়েনরা ট্রোল করেছেন ৷ যেখানে লেখা হয়েছে, পূজারাকে নেটে বল করে ক্লান্ত হয়ে গিয়েছেন জস হ্যাজ়েলউড ৷

ABOUT THE AUTHOR

...view details