হায়দরাবাদ, 1 এপ্রিল : আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের বিদেশি বোলার জস হ্যাজ়েলউড ৷ আর তাঁর এই সিদ্ধান্তের পরেই সোশাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন জস ৷ বলা হচ্ছে, চেতেশ্বর পূজারাকে নেটে বল করতে হবে বলেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অজ়ি মিডিয়াম পেসার ৷ এমনই একাধিক ট্রোল সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন জস হ্যাজ়েলউড ৷
অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলার জন্য আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অজ়ি মিডিয়াম পেসার জস হ্যাজ়েলউড ৷ তবে, তাঁর এই সিদ্ধান্ত নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং ৷ যেখানে বলা হচ্ছে, চেন্নাই সুপার কিংসের নেটে চেতেশ্বর পূজারাকে বোলিং করতে হবে বলেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জস৷ কেউ কেউ আবার বলছেন, চেন্নাইয়ের নেটে যাতে পূজারাকে ফেস করতে না হয়, তার জন্য জস হ্যাজ়েলউডের এই সিদ্ধান্ত বেশ স্মার্ট ৷