মুম্বই, 23 এপ্রিল :শেষ ওভারে দিল্লির দরকার ছিল 36 রান । প্রথম তিন বলে তিন ছক্কায় ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রভম্যান পাওয়েল । তারপরেই শুরু হয় চূড়ান্ত নাটক । আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না-হওয়ায় দুই ব্যাটারকে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন ঋষভ পন্থ । শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে খেলা শেষ হয় । দিল্লি হারে 15 রানে । যদিও সমস্ত নাটকীয়তার মধ্যেও ম্যাচের যাবতীয় রঙ টেনে নিলেন জস বাটলার । চলতি আইপিএলে তৃতীয় সেঞ্চুরি এল ইংরেজ ব্যাটারের থেকে (Jos Buttler becomes second batter to notch 3 IPL centuries in one season) ।
চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন বাটলার । গত আইপিএলে 7 ইনিংসে 254 রান করেছিলেন ইংরেজ ব্যাটার । শতরানের সংখ্যা ছিল 1টি । এবার সমসংখ্যক ইনিংসে 491 রান করে ফেলেছেন তিনি । ইতিমধ্যেই 3টি সেঞ্চুরি এসেছে রাজস্থান ওপেনারের ব্যাট থেকে । দিল্লির বিরুদ্ধে তাঁর 65 বলে 116 রানের দৌলতেই 'দিল্লি বধ' করেছে মরুশহর । একই সঙ্গে বিস্ফোরক ইনিংসে কোহলির আরও কাছাকাছি এলেন বাটলার (Jos Buttler notch 3 IPL centuries in one season) ।
2106 আইপিএলে স্বপ্নের মরশুম কাটিয়েছিলেন ব্যাঙ্গালোর বিরাট কোহলি । 16 ইনিংসে বিরাটের মোট রান ছিল 973 । সেঞ্চুরির সংখ্যা ছিল 4টি । এখনও পর্যন্ত আইপিএলের একটি মরসুমে করা সবচেয়ে বেশি সেঞ্চুরি । একই সঙ্গে কোটিপতি লিগে মোট 5টি সেঞ্চুরি রয়েছে কোহলির নামের পাশে । অন্যদিকে, চলতি মরশুমে মাত্র 7 ইনিংসেই 3 সেঞ্চুরির মালিক হয়েছেন বাটলার । আরেকটি শতরান করলেই কোহলির রেকর্ড ছুয়ে ফেলবেন তিনি । রান সংখ্যায় এখনও অনেকটাই পিছিয়ে থাকলেও বাটলারের এই ফর্ম চললে বিরাটের 973 রানের রেকর্ডও ভেঙে যেতেই পারে ।