লখনউ, 4 মে: একটাই তো মন, আর কতবার জিতবেন ? জন্টি রোডসকে দেখে এখন হয়তো এমনটাই বলছেন ক্রিকেট অনুরাগীরা ৷ বুধবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন, যা ভূ-ভারতে বিরল ৷ ছক ভেঙে জন্টি এদিন যা করলেন, সে কারণেই ক্রিকেটকে হয়তো বলা হয় ক্রিকেট ভদ্রলোকের খেলা ৷ তবে কেবল বাইশ গজ নয়, প্রোটিয়া ক্রিকেটারের এই দৃষ্টান্ত পাথেয় হতে পারে যে কোনও অ্যাথলিটের কাছে ৷
বুধবার একানায় বৃষ্টিতে পণ্ড হয় লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ ৷ নিষ্ফলা সেই ম্যাচও যেন প্রাণ পায় জন্টি রোডসের কীর্তিতে ৷ চেনা পরিধির বাইরে বেরিয়ে ছক ভাঙলেন ফিল্ডিংয়ে বেঞ্চমার্ক তৈরি করা প্রাক্তন এই ক্রিকেটার ৷ একানার গ্রাউন্ডসম্যানদের সঙ্গে হাত লাগিয়ে এদিন পিচ কভার টেনে আনলেন এলএসজি'র ফিল্ডিং কোচ ৷ যা দেখে কেবল বলতে ইচ্ছে করে, 'বাহ্ বাহ্ বাহ্...'
দক্ষিণ আফ্রিকার টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগেও এমন কাণ্ড আগে ঘটিয়েছেন জন্টি ৷ খুব স্বাভাবিকভাবেই প্রোটিয়া ক্রিকেটারের এই কীর্তি হৃদয় ছুয়ে গিয়েছে এদেশের ক্রিকেট অনুরাগীদের ৷ ঘটনার ভিডিয়ো শেয়ার করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজ থেকেও ৷ সেখানে লেখা হয়েছে, "উদ্ধারকাজে জন্টি রোডস ৷ মাঠকর্মীদের সহায়তাতেও কোনওরকম খামতি রাখছেন না ৷" ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে একানায় এদিন বৃষ্টি নামতেই জন্টি ছুটে যাচ্ছেন বাউন্ডারি লাইনে ৷ এরপর আর পাঁচজন মাঠকর্মীর মতোই তিনি মাঠের মধ্যে টেনে নিয়ে আসছেন পিচ কভার ৷ যা দেখে শুনে জন্টি স্তুতিতে মুখরিত নেটপাড়া ৷
আরও পড়ুন:ঈশান-সূর্যর ব্যাটিং মূর্ছনা, 214 রান তাড়া করে 'পঞ্জাব জয়' মুম্বইয়ের
উল্লেখ্য, শীর্ষে ওঠার লড়াইয়ে একানায় এদিন মুখোমুখি হয়েছিল লখনউ বনাম চেন্নাই ৷ কিন্তু বৃষ্টিতে পণ্ড হয় সেই ম্যাচ ৷ এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে ৷ প্রথমে ব্যাট করতে নেমে লখনউয়ের রান যখন 19.2 ওভারে 125 (7 উইকেট), তখন বৃষ্টি নামে ৷ এরপর আর এক বলও না গড়ানোয় পরিত্যক্ত হয় ম্যাচ ৷