পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2021: কোভিড আশঙ্কায় আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিন ইংরেজ ক্রিকেটার - Manchester

করোনার জেরে ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হওয়ার কারণে ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের দুষেছে ইংল্যান্ড ৷ বায়ো-বাবলের মধ্যে থেকেও ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অবাধ বিচরণে ক্ষুব্ধ ছিলেন ইংরেজ ক্রিকেটাররা ৷ হঠাৎ করেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিন ইংরেজ ক্রিকেটার ৷

IPL 2021
কোভিড আশঙ্কায় আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিন ইংরেজ ক্রিকেটার

By

Published : Sep 11, 2021, 7:33 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর : 19 সেপ্টম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন তিন ইংরেজ ক্রিকেটার ৷ ব্যক্তিগত কারণ দেখালেও ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফদের কোভিড আক্রান্ত হওয়ার কারণে এই তিন ইংরেজ ক্রিকেটারের আইপিএল থেকে সরে দাঁড়ানোর আসল কারণ বলে মনে করা হচ্ছে ৷

ইংল্যান্ড ও ভারতীয় দলের ক্রিকেটাররা ম্যাঞ্চেস্টার বায়ো-বাবল থেকে সরাসরি আমিরশাহী বায়ো-বাবলে পৌঁছেছেন ৷ শনিবারই চাটার্ড বিমানে আবুধাবি পৌঁছে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ভারতীয় দলের তিন ক্রিকেটার রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব ৷ আমিরশাহী পৌঁছনোর পর 6 দিন কোয়ারেন্টাইনে থেকে অনুশীলনে যোগ দিতে পারবেন ভারত ও ইংল্যান্ড ক্রিকেটাররা ৷

আরও পড়ুন :আইপিএল খেলতে সপরিবারে মরু শহরে পৌঁছলেন 'হিটম্যান'

কিন্তু এদিনই আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা জানান ইংল্যান্ড দলের তিন ক্রিকেটার জনি বেয়ারস্টো, ক্রিস ওকস এবং ডেভিড মালান ৷ সানরাইজার্স হায়দরাবাদের ইংরেজ ওপেনার বেয়ারস্টো, পঞ্জাব কিংস ব্যাটসম্যান মালান এবং দিল্লি ক্যাপিটালস অল-রাউন্ডার ওকস টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে সরে দাঁড়ালেন ৷

বিসিসিআই-এর এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, এই ইংল্য়ান্ড ক্রিকেটাররা 19 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নেবে না ৷ বেয়ারস্টো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিয়মিত খেলেন ৷ আর মালানের চলতি আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে অভিষেক হয়েছে ৷ আর আসন্ন বিশ্বকাপের কথা ভেবে শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংরেজ অলরাউন্ডার ওকস ৷

ABOUT THE AUTHOR

...view details