পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: সপ্তাহ শেষে আইপিএল সম্প্রচারে রেকর্ড ব্রেক ভায়াকম18 স্পোর্টসের, জিও সিনেমায় 147 কোটির বেশি ভিউয়ারশিপ - 147 কোটির বেশি ভিউয়ারশিপ

জিও সিনেমায় 147 কোটির বেশি ভিউয়ারশিপের জেরে রেকর্ড ব্রেক করল ভায়াকম18 স্পোর্টস ৷ গতবার ওটিটি প্ল্যাটফর্মে আইপিএল-এর ভিউয়ারশিপের থেকে এই পরিসংখ্যান অনেক বেশি বলে দাবি করেছে ভায়াকম18 স্পোর্টসের সিইও অঞ্জলি জয়ারাজ ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : Apr 3, 2023, 5:11 PM IST

মুম্বই, 3 এপ্রিল: 2023 আইপিএল-এর অফিসিয়াল ওটিটি স্ট্রিমিং পার্টনার ভায়াকম18 স্পোর্টস নেটওয়ার্ক ৷ এ বছরেই তারা প্রথমবার আইপিএল-এর সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে বিসিসিআইয়ের কাছ থেকে ৷ আর প্রথম উইক এন্ডেই রেকর্ড করেছে ভায়াকম18 স্পোর্টস নেটওয়ার্ক ৷ তাঁদের ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমাতে সপ্তাহ শেষে 147 কোটির বেশি ভিউয়ারশিপ হয়েছে আইপিএল ম্যাচ দেখার জন্য ৷ যা গতবছরের টাটা আইপিএল-এর ভিউয়ারশিপের থেকে অনেক বেশি ৷ এমনকি 2022 সালের আইসিসি টি-20 বিশ্বকাপেও এত ভিউয়ারশিপ আসেনি ৷

সংস্থার তরফে জানানো হয়েছে, প্রত্যেক দর্শক গড় 57 মিনিট করে জিও সিনেমাতে এক টানা থেকেছেন ম্যাচ পিছু ৷ যা 60 শতাংশের বেশি গতবছরের ওটিটি ভিউয়ারশিপের তুলনায় ৷ উল্লেখ্য, এতবছর আইপিএল-এর টিভি ও ওটিটি সম্প্রচার স্বত্ত্ব স্টার নেটওয়ার্কের কাছে ছিল ৷ এ বছর স্টার টিভি স্বত্ত্ব পেলেও, ওটিটি রাইটস পেয়েছে ভায়াকম18 স্পোর্টস নেটওয়ার্ক ৷ আর সেখানে প্রথম সপ্তাহের শেষদিনে 147 কোটির বেশি দর্শক জিও সিনেমাতে আইপিএল ম্যাচ দেখেছেন ৷

এ নিয়ে ভায়াকম18 স্পোর্টসের সিইও অঞ্জলি জয়ারাজ জানিয়েছেন, এই পরিসংখ্যান ব্যতিক্রমী ৷ আর এই পরিসংখ্যান থেকে প্রমাণ হচ্ছে ভারতে দ্রুত গতিতে ডিজিটাল রেভলিউশন হচ্ছে ৷ তাঁর কথায় ডিজিটাল মিডিয়া অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ৷ এতে মানুষের অনেক কাছে যাওয়া যায় এবং নির্দিষ্ট কিছু দর্শককে সরাসরি টার্গেট করা যায় ৷ এমনকি এর ফলে দর্শকদের সঙ্গে সরাসরি কমিউনিকেট করা সম্ভব হয় বলেও জানিয়েছেন সংস্থার সিইও ৷

আরও পড়ুন:চোট প্রবণ হলেও টি নটরাজনের বোলিংয়ে মুগ্ধ লারা

অঞ্জলি জয়ারাজ জানিয়েছেন, ডিজিটাল মিডিয়া কোনও সীমাবদ্ধ দর্শকের মধ্যে আটকে নেই ৷ এমনকি পুরনো সম্প্রচারের নিয়মের বাইরে বেরিয়ে নতুনত্বের খোঁজ করা যায় ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ৷ এমনকি সীমিত বিষয়বস্তুর বাইরেও অতি সহজে বেরিয়ে আসা যায় ৷ যা দর্শক মনোরঞ্জনের অন্যতম উইএসপি বলে মনে করেন ভায়াকম18 স্পোর্টস নেটওয়ার্কের সিইও ৷ যদিও আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে 6 মিনিটের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ৷ এমনকী ম্যাচ চলাকালীন মাঝে মধ্যেই টেকনিক্যাল কারণে সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে ৷

For All Latest Updates

TAGGED:

IPL 2023

ABOUT THE AUTHOR

...view details