কলকাতা, 2 এপ্রিল: সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি বিরোধী পোস্টার ও ব্যানার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না ৷ দিল্লি, হায়দরাবাদ, মোহালি এবং আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির হোম ম্যাচের টিকিটে এই নির্দেশিকা উল্লেখ করে দেওয়া হয়েছে ৷ সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, সিএএ বা এনআরসি সংক্রান্ত কোনওরকম পোস্টার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না ৷ মূলত, যে সংস্থাকে এই টিকিটগুলি ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই এই নির্দেশিকা জারি করেছে ৷
উল্লেখ্য, ‘পেটিএম ইনসাইডার’ চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটন্স, লখনউ সুপার জায়েন্টস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংসের টিকিটিং পার্টনার ৷ ‘পেটিএম ইনসাইডার’ এর তরফেই এই নির্দেশিকা টিকিটের মধ্যে ছাপানো হয়েছে ৷ জানা গিয়েছে, সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলির তরফেই সংস্থাকে সেই নির্দেশিকার ছাপাতে বলা হয়েছে ৷ মূলত, ফ্র্যাঞ্চাইজিগুলি ব্যবসায়ীক স্বার্থে হোম ম্যাচের টিকিটে এই নির্দেশ ছাপিয়েছে ৷ তবে, এর পিছনে বিসিসিআই এর সংবিধানও সাহায্য করেছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ৷