পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL Ticket Advisory: সিএএ-এনআরসি পোস্টারে নিষেধাজ্ঞা ! স্পষ্ট নির্দেশিকা আইপিএলের টিকিটে - IPL

ভারতের কোনও ক্রিকেট স্টেডিয়ামে কোনওরকম রাজনৈতিক বা প্রচারমূলক পোস্টার বা ব্যানার নিয়ে মাঠে ঢোকা যায় না ৷ এবার সেই নির্দেশিকাই আরও নির্দিষ্ট করে দেওয়া হল আইপিএল-এর টিকিটে ৷ সিএএ ও এনআরসি বিরোধী কোনও পোস্টার নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না বলে টিকিটে উল্লেখ করা হয়েছে ৷

IPL Ticket Advisory ETV BHARAT
IPL Ticket Advisory

By

Published : Apr 2, 2023, 8:39 PM IST

কলকাতা, 2 এপ্রিল: সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি বিরোধী পোস্টার ও ব্যানার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না ৷ দিল্লি, হায়দরাবাদ, মোহালি এবং আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির হোম ম্যাচের টিকিটে এই নির্দেশিকা উল্লেখ করে দেওয়া হয়েছে ৷ সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, সিএএ বা এনআরসি সংক্রান্ত কোনওরকম পোস্টার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না ৷ মূলত, যে সংস্থাকে এই টিকিটগুলি ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই এই নির্দেশিকা জারি করেছে ৷

উল্লেখ্য, ‘পেটিএম ইনসাইডার’ চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটন্স, লখনউ সুপার জায়েন্টস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংসের টিকিটিং পার্টনার ৷ ‘পেটিএম ইনসাইডার’ এর তরফেই এই নির্দেশিকা টিকিটের মধ্যে ছাপানো হয়েছে ৷ জানা গিয়েছে, সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলির তরফেই সংস্থাকে সেই নির্দেশিকার ছাপাতে বলা হয়েছে ৷ মূলত, ফ্র্যাঞ্চাইজিগুলি ব্যবসায়ীক স্বার্থে হোম ম্যাচের টিকিটে এই নির্দেশ ছাপিয়েছে ৷ তবে, এর পিছনে বিসিসিআই এর সংবিধানও সাহায্য করেছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ৷

বিসিসিআই এর সংবিধানে উল্লেখ রয়েছে, মার্কি স্পোর্টিং ইভেন্টে কোনও রকম রাজনৈতিক ও বিশেষ নীতির প্রচার বা প্রতিবাদ করা যাবে না ৷ বিসিসিআই এর এই নিয়মকে ব্যবহার করেই ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের হোম ম্যাচের টিকিটে সিএএ ও এনআরসি-র প্রতিবাদ সংক্রান্ত পোস্টার ও ব্যানার নিয়ে মাঠে ঢুকতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ৷

আরও পড়ুন:বাটলার-যজস্বীর দাপটে পাওয়ার প্লে-তে চালকের আসনে রাজস্থান রয়্যালস

উল্লেখ্য, 2019 সালের 12 ডিসেম্বর মাসে সংসদের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রস্তাব পাশ করানো হয় ৷ যে সংশোধনী অনুযায়ী, বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের শিখ, পার্সি, জৈন, বৌদ্ধ এবং মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ৷ তার আগে তাঁদের বেশ কিছু শর্ত পালন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে ওই সংশোধিত আইনে ৷ যা নিয়ে 2019 সাল থেকে একাধিকবার উত্তপ্ত হয়েছে জাতীয় রাজনীতি ৷ সেই ইস্যুকে খেলার মাঠে ছড়িয়ে পড়া থেকে আটকাতেই ম্যাচের টিকিটে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details