মুম্বই, 15 জুন :রেকর্ড দামে বিক্রি হল আইপিএল-এর টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব ৷ মোট 48 হাজার 390 কোটি টাকা আইপিএল এর মিডিয়া রাইটস বিক্রি করেছে বিসিসিআই (IPL Media Rights Sold at Record Price for Five Years) ৷ বোর্ড সচিব জয় শাহ (BCCI Secretary Jay Shah) সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন ৷ 'স্টার ইন্ডিয়া' 23 হাজার 575 কোটি টাকায় আইপিএল-এর টেলিভিশনে সম্প্রচারের স্বত্ব কিনেছে (Star India won the TV rights for India) ৷ অন্যদিকে, ভায়াকম এইট্টিন 23 হাজার 758 কোটি টাকা বিড তুলে আইপিএল-এর ডিজিটাল স্বত্ব কিনেছে (Viacom18 bagged the digital rights) ৷
প্রসঙ্গত, প্রথমবার বিসিসিআই আইপিএল-এর টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব দু’টি আলাদা সংস্থাকে বিক্রি করল ৷ বর্তমানে আইপিএল বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টি লিগগুলির মধ্যে দু’নম্বরে উঠে এসেছে ৷ এ দিন বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে জানান, "আমি খুব উৎসাহের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, স্টার ইন্ডিয়া 23 হাজার 575 কোটি টাকায় টেলিভিশন স্বস্ত জিতেছে ৷ টানা দু’বছরের অতিমারির পরেও এমন বিড বিসিসিআই-এর সাংগঠনিক ক্ষমতা কতটা মজবুত, তা প্রমাণ করল ৷"