চেন্নাই, 6 মে: চিপকের পিচে বড় রান তুলতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 139 রানে আটকে গেলেন রোহিত শর্মারা ৷ শনিবার বিকেলের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ অধিনায়কের সিদ্ধান্তকে একেবারে সঠিক প্রমাণিত করেছেন তাঁর বোলাররা ৷ দীপক চাহার, তুষার দেশপান্ডে, রবীন্দ্র জাদেজা এবং মাথিসা পাথিরানার দাপটে ধরাশায়ী মুম্বইয়ের ব্যাটিং জায়ান্টসরা ৷ তবে, পল্টনদের হয়ে ব্যাটে একমাত্র সফল নেহাল ওয়াধেরা 51 বলে 64 রান করেন ৷
শনিবারের ম্যাচে রোহিত নিজে ওপেন করতে নামেননি ৷ বদলে অজি অল-রাউন্ডার ক্যামরন গ্রিন (6)-কে ঈশান কিষাণের সঙ্গে ওপেন করতে পাঠান ৷ কিন্তু, ওপেন করতে নেমে ব্যর্থ গ্রিন ৷ এতদিন 3 নম্বরে ব্যাট করছিলেন তিনি ৷ অন্যদিকে, আগের ম্যাচে অর্ধশতরান করা ঈশানও আজ ব্যর্থ ৷ মাত্র 7 রানে দীপক চাহারের শিকার হন তিনি ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে রোহিত কোনও রান না-করেই ফিরে যান ৷ তবে, তরুণ নেহাল ওয়াধেরার ব্যাটে সম্মানজনক স্কোরে পৌঁছয় পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ চেন্নাইয়ের মন্থর পিচে জাদেজা, তিকশনা এবং মইন আলিদের বিরুদ্ধে একমাত্র ব্যাটার যিনি রান তুলতে পেরেছেন ৷