নয়াদিল্লি, 14 মে : ক্রিকেট এবং বেটিং, দুটিতে যেন জোট করে ফেলেছে । ক্রিকেটের জমজমাট আসর হলেই হানা দিচ্ছে ম্যাচ গড়াপেটা, আর্থিক লেনদেনের মত অনৈতিক ঘটনা । 2013 সালের পর ফের 2019 । 6 বছর পরেও ‘জেন্টলম্যানস গেম’-এ দুর্নীতির ঘূর্ণাবর্ত (IPL Betting Racket is linked with Pakistan) ।
দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, এবারে দুর্নীতির এপিসেন্টার পাকিস্তান । 2019 সালে দেশের কোটিপতি লিগে বেটিং পরিচালিত হয়েছিল পাকিস্তান থেকে । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ‘‘2019 সালে পাকিস্তানের বুকিরা বেট করেন । ম্যাচেও তার প্রভাব পড়েছে । বুকিরা ক্রিকেটপ্রেমীদের বোকা বানিয়ে বেটিংয়ে প্ররোচিত করছে ।’’
সিবিআই সূত্র বলছে, সেই টাকার লেনদেন হত মূলত ব্যাঙ্কের মাধ্যমে । এবং তা করতে বিভিন্ন ব্যাঙ্কে বেনামে অ্যাকাউন্ট খুলেছিল বুকিরা ৷ ভুয়ো কাগজপত্র দেখিয়ে ব্যাঙ্ককর্মীদের সহযোগিতায় গোটা কাজটা করা হয়েছিল । টাকা তোলা হয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে । ফলে শুধু বুকিরাই নয়, ব্যাঙ্কের মধ্যেও যে বেশকিছু অসাধু লোক রয়েছে, তা ধরে নেওয়াই যায় ।
হাওয়ালার মাধ্যমে বিভিন্ন দেশ থেকেও এসেছিল বিরাট অঙ্কের টাকা । 2010 সাল থেকেই আইপিএল-এ এই উপায়েই বেটিং করছেন বুকিরা । পাশাপাশি সাধারণ মানুষকে উৎসাহিত করা কাজও সমানতালে চালিয়ে যাচ্ছেন । প্রতারিত হলেও অনেকেই টাকা ক্রমাগত টাকা লাগাচ্ছেন ।