আমেদাবাদ, 31 মার্চ: আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল সিজন 16 এর প্রথম ম্যাচ আজ ৷ সিজন ওপেনারে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটন্স এবং চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু সূত্রের খবর অনুযায়ী, আজকের ম্যাচে নাও খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি ৷ কারণ, তাঁর বাঁ-পায়ের হাঁটুর চোট ৷ এমনকী ম্যাচের আগের দিন ট্রেনিং সেশনে সেভাবে ভারী অনুশীলন করতেও দেখা যায়নি চেন্নাইয়ের ‘থালা’ (বড় ভাই)-কে ৷ তবে, সিএসকে-এর সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন, তিনি এমন কোনও খবর পাননি ৷ তাঁর মতে, তিনি যতদূর জানেন সিএসকে অধিনায়ক প্রথম ম্যাচে খেলবেন ৷
উল্লেখ্য, গতবছর পয়েন্টস টেবিলে 9 নম্বরে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস ৷ আইপিএল -এর ইতিহাসে প্রথমবার এই ধরনের কোনও ঘটনা ঘটেছিল ৷ তাই এবছর কোনও সুযোগ প্রতিপক্ষকে দিতে চাইছে না চেন্নাই ৷ বিশেষত, যখন প্রথম ম্যাচের প্রতিপক্ষ গুজরাত টাইটন্স ৷ গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আজকের ম্যাচ বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে সিএসকে-র জন্য ৷ চেন্নাইয়ের হয়ে গতবার আইপিএল অভিষেক করা মুকেশ চৌধুরি চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ৷ বাঁ-হাতি এই পেসার গতবছর বেশ প্রভাবিত করেছিলেন তাঁর বোলিংয়ে ৷ তবে, চেন্নাই শিবির এবছর শুরু থেকেই বিদেশি ক্রিকেটারদের পাচ্ছে ৷ যাঁদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ৷ যাকে 16.25 কোটি টাকায় কিনেছে সিএসকে ৷ রয়েছেন ডেভন কনওয়েও ৷ নিউজিল্যান্ডের এই বাঁ-হাতি ওপেনার দারুণ ফর্মে ৷ পাশাপাশি, ঋতুরাজ গায়কোয়াড় সম্প্রতি শেষ হওয়া ঘরোয়া টুর্নামেন্টে রান করেছেন ৷ তবে, একমাত্র অম্বাতি রায়ডুর ব্যাটিং নিয়ে শংসয় থাকবে ৷ কারণ, তিনি রানের মধ্যে আছেন কিনা, তা বোঝা যাবে ম্যাচে নামলে ৷ মিডল অর্ডারে মঈন আলি এবং শিবম দুবে রয়েছেন ৷ আর টিম সিইও-র কথা মতো ধোনি খেললে তিনি 7 বা 8 নম্বরে নামবেন ৷ বলহাতে চেন্নাইয়ের বড় ভরসা হতে চলেছেন দীপক চহার, শ্রীলঙ্কার মহেশ তিকশনা, রবীন্দ্র জাদেজা, মইন আলি এবং অবশ্যই বেন স্টোকস ৷