পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : কৃষ্ণ-চহাল-বোল্টের ভেলকিতে জয় দিয়ে আইপিএল শুরু রাজস্থানের - Rajasthan Royals beat Sunrisers Hyderabad in IPL 2022

প্রথম ম্যাচেই নিজামের শহরকে মাটি ধরিয়েছে রাজস্থান রয়্যালস ৷ স্যামসনদের দেওয়া 211 রানের টার্গেট তাড়া করতে নেমে 149 রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস (Rajasthan Royals beat Sunrisers Hyderabad in IPL 2022) ৷

IPL
জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল রাজস্থান

By

Published : Mar 30, 2022, 11:00 AM IST

পুনে, 30 মার্চ :ব্যাট হাতে বিস্ফোরক অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ শেষবেলায় ঝোড়ো ক্যামিও ইনিংস শিমরন হেটমেয়ারের ৷ বল হাতে ভেলকি দেখিয়েছেন যুজবেন্দ্র চহাল, প্রসিদ্ধ কৃষ্ণরা ৷ ফলে প্রথম ম্যাচেই নিজামের শহরকে মাটি ধরিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals beat Sunrisers Hyderabad) ৷

রাজস্থানের দেওয়া 211 রানের টার্গেট তাড়া করতে নেমে 149 রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস ৷ সৌজন্যে এক প্রাক্তন নাইট এবং আরেক প্রাক্তন আরসিবি তারকা ৷ দ্বিতীয় ওভারেই কেন উইলিয়ামসকে ফিরিয়ে প্রথম আঘাত হেনেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ ৷ তারপরেই বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন চহালও ৷ ব্যাটারদের মধ্যে রান পেয়েছেন এইডেন মাঁর্করাম (অপরাজিত 57) ৷ শেষ মুহূর্তে ভয়ঙ্কর হয়ে ওঠা ওয়াশিংটন সুন্দরকে (14 বলে 40) ফেরত পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন সানরাইজার্সেরই প্রাক্তনী বোল্ট ৷ 2015-16 মরসুমে হায়দরাবাদে ছিলেন কিউয়ি পেসার ৷ তিন বোলারের দাপটে 61 রানে জয় পান গোলাপী জার্সিধারীরা ৷

এ যাবৎ আইপিএলের সবক'টি ম্যাচেই টস জয়ী দল রান তাড়া করার পথে হেঁটেছে ৷ পুনেতে ব্যতিক্রম হননি সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসও ৷ যদিও এদিন তাঁর দল ডাহা ফেল ৷ শুরু থেকেই আক্রমণের পথ বেছে নিয়েছিল রাজস্থান ৷ বাটলার-যশস্বীর ওপেনিং জুটিতে ওঠে 58 রান ৷ প্রথম ইংরেজ ব্যাটার হিসেবে আইপিএলে 2000 রানের এলিট ক্লাবেও এদিন প্রবেশ করেন জস ৷ তৃতীয় উইকেটে 73 রান যোগ করেন অধিনায়ক সঞ্জু স্যামসন এবং দেবদূত পাড়িক্কল ৷ শেষদিকে 13 বলে 32 রানের ইনিংস খেলে দলের রান দু'শো পার করেন ক্যারিবিয়ান পিঞ্চ হিটার হেটমেয়ার ৷

আরও পড়ুন : আবেশের শেষ ওভারে ব্যাক-টু-ব্যাক চার, অভিনবের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক হার্দিক

দ্রুত দিনটা ভুলতে চাইবেন উইলিয়ামসন ৷ শুধু হারই নয়, স্লো ওভার রেটের জন্য বিশাল অঙ্কের জরিমানাও হল তাঁর ৷ মোট 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে হায়দরাবাদ ক্যাপ্টেনকে ৷ চলতি আইপিএলে দ্বিতীয়য় ক্যাপ্টেন হিসেবে কোপের মুখে পড়লেন তিনি ৷ এর আগে মুম্বই ক্যাপ্টেন রোহিতকেও স্লো ওভার রেটের কারণে 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details