মুম্বই, 6 এপ্রিল : আইপিএল 15’র (IPL 2022) প্রথম রয়্যাল দ্বৈরথে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ রাজস্থান রয়্যালসকে 4 উইকেটে হারিয়ে দিল ফাফ ডু’প্লেসির আরসিবি (RCB Win The Royals Battle Against RR by 4 Wickets) ৷ ওয়াংখেড়ের তুলনামূলক স্লো উইকেটে 5 বল বাকি থাকতে 170 রান তাড়া করে ম্যাচ জিতল বেঙ্গালুরু ৷ যে রান চেজে বড় ভূমিকা নিলেন বাংলা রণজি ক্রিকেটার শাহবাজ আহমেদ ৷ ম্যাচের সেরা দীনেশ কার্তিকের সঙ্গে ষষ্ঠ ইউকেটে 67 রানের পার্টনারশিপ করে কার্যত হেরে যাওয়া ম্যাচ আরসিবি-কে জেতালেন তিনি ৷ ট্রেন বোল্টের শিকার হওয়ার আগে 4টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি মেরে 26 বলে 45 রান করেন শাহবাজ ৷
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিশিরের কারণে, এ দিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি’র অধিনায়ক ফাফ ডু’প্লেসি ৷ ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র প্রথম 6 ওভারে রাজস্থানের রয়্যালদের চাপে রেখেছিলেন মহম্মদ সিরাজ, ডেভিড উইলি এবং বাংলার আরেক ক্রিকেটার মিডিয়াম পেসার আকাশ দীপ ৷ প্রথম দুই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করা জস বাটলারকে পাওয়ার প্লে’র ওভারে বড় শট খেলতেই দেয়নি আরসিবি’র পেস বোলাররা ৷ এমনকি পাওয়ার প্লে’র ওভারে আরেক ওপেনার মুম্বইয়ের যশস্বী জয়সওয়ালকে মাত্র 4 রানে বোল্ড করেন ডেভিড উইলি ৷
পাওয়ার প্লে’তে এক উইকেট হারিয়ে মাত্র 35 রান তোল রাজস্থান ৷ এর পর রাজস্থানের ইনিংস সামলান বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কল ৷ তিনি এবং জস বাটলার মিলে দ্বিতীয় উইকেটে 70 রানের পার্টনারশিপ করেন ৷ গত দুই ম্যাচে ব্যর্থ হওয়া দেবদত্ত পাড়িক্কল 29 বলে 37 রান করেন ৷ কিন্তু, ওয়াংখেড়ের মন্থর উইকেটে জস বাটলারকে 18 ওভার পর্যন্ত কার্যত শান্ত রেখে দেন বেঙ্গালুরুর বোলাররা ৷ 19 নম্বর ওভারে নিজের অর্ধ শতরান করেন আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করা বাটলার ৷ তিনি 47 বলে 70 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ এ দিন রাজস্থানের হয়ে 42 রান করে শিমরান হেটমায়ার ৷ রাজস্থান 20 ওভারে 3 উইকেট হারিয়ে 169 রান করে রাজস্থান রয়্যালস ৷
আরও পড়ুন : IPL 2022 : বিরাট-রোহিতের সঙ্গে এলিট ক্লাবে রাহুল, হায়দরাবাদকে হারিয়ে টানা দ্বিতীয় জয় লখনউয়ের