মুম্বই, 1 এপ্রিল : মুম্বইয়ের স্টেডিয়ামে আইপিএল (IPL 2022) এর ম্যাচ কোন দল জিতবে ? তা দলের পারফর্মেন্সের উপর নয় ৷ নির্ভর করছে শিশিরের উপর ৷ হ্যাঁ, মুম্বইয়ের তিনটি স্টেডিয়ামে এখনও পর্যন্ত হওয়া সবক’টি ম্যাচেই নির্ধারকের ভূমিকা নিয়েছে শিশির ৷ যার ফল স্কোরবোর্ডে বড় রান তুলেও হারতে হল চেন্নাই সুপার কিংসকে ৷ এমনটাই মনে করছেন অধিনায়ক রবীন্দ্র জাদেজা ৷ তিন বল বাকি থাকতে 6 উইকেটে আইপিএল এর প্রথম ম্যাচ জিতল লখনউ সুপার জায়ান্টস ৷
বৃহস্পতিবার সিসিএ’র ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এলএসজি’র অধিনায়ক কেএল রাহুল ৷ সিসিএ’র পাটা উইকেটে প্রথম ব্যাট করে 210 রান তোলে চেন্নাই ৷ ম্যাচের সেরা হয়েছেন বাঁ হাতি ক্যারিবিয়ান ব্যাটার ইভেন লুইস ৷ তিনি 23 বলে অপরাজিত 55 রানের ইনিংস খেলেন ৷ তবে, চেন্নাই বনাম লখনউ ম্যাচে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল মুম্বইয়ের রাতের আকাশে থাকা শিশির ৷ চেন্নাইয়ের ব্যাটিং চলাকালীনই মাঠে অত্যধিক মাত্রায় শিশির পড়েছে ৷ একটা সময় পরিস্থিতি এমন হয়, যে বোঝা দায় ছিল ফিল্ডাররা মাঠে ডাইভ দিচ্ছে না সুইমিং পুলে ৷ দুই ইনিংসেই আম্পায়াররা বল পরিবর্তন করতে বাধ্য হন ৷
শিশিরের সমস্যা সত্ত্বেও আইপিএল এর নবাগত লখনউকে 211 রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে ৷ এ দিন চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত 50 রানের ইনিংস খেলেন ওপেনার রবিন উথাপ্পা ৷ রুতুরাজ গায়কোয়াড় রান আউট হলেও, উল্টোদিকে সেই চাপ বুঝতে দেননি উথাপ্পা ৷ মইন আলির সঙ্গে দ্বিতীয় উইকেটে 56 রানের পার্টনারশিপ করেন তিনি ৷ মইন এবারের আইপিএলে তাঁর প্রথম ম্যাচে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন ৷ তিনি 22 বলে 39 রান করেন ৷ চেন্নাইয়ের হয়ে সুখবর শিবম দুবের ফর্ম ৷ তিনিও 30 বলে 49 রানের ইনিংস খেলেছেন ৷ আর নিচের দিকে ব্যাট করতে নেমে কেকেআর ম্যাচের ফর্ম জারি রাখলেন ধোনি (6 বলে 16 রানে অপরাজিত) ৷ এ দিন তিনি ইনিংস শুরুই করেন ছয় মেরে ৷
আরও পড়ুন : Shane Warne Farewell : প্রিয় এড শেরানের গান, কামিন্সের কবিতায় মেলবোর্নে ওয়ার্নির শেষ বিদায়
তবে, বল হাতে লখনউয়ের বোলারা সেভাবে সফল হতে পারেননি ৷ অবশ্যই শিশিরের কারণে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল বোলারদের ৷ তা সত্ত্বেও কামাল দেখালেন তরুণ রবি বিষ্ণোই ৷ 4 ওভারে মাত্র 24 রান দিয়ে 2 উইকেট তুলে নেন তিনি ৷ আর এখানেই চেন্নাইয়ের সঙ্গে লখনউয়ের তফাত গড়ে দেন তিনি ৷ এ দিন লখনউ সুপার জায়েন্টসের হয়ে 2টি করে উইকেট নেন আবেশ খান এবং অ্যান্ড্রুটাই ৷