পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : বড় রান তুলেও লখনউয়ের বিরুদ্ধে হার সিএসকে’র, মরসুমের প্রথম জয়ের অপেক্ষায় জাদেজারা - Lucknow Super Giants Won Against Chennai Super Kings by 6 Wickets

চেন্নাই সুপার কিংগসকে 6 উইকেটে হারিয়ে আইপিএল এর প্রথম জয় লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants Won Against Chennai Super Kings by 6 Wickets) ৷ 19.3 ওভারে 211 রান তুলে ম্যাচ জিতে নেয় কেএল রাহুলের লখনউ ৷ টস হেরে চেন্নাই প্রথমে ব্যাট করে 210 রান তোলে ৷

Lucknow Super Giants Won Against Chennai Super Kings by 6 Wickets
Lucknow Super Giants Won Against Chennai Super Kings by 6 Wickets

By

Published : Apr 1, 2022, 11:10 AM IST

মুম্বই, 1 এপ্রিল : মুম্বইয়ের স্টেডিয়ামে আইপিএল (IPL 2022) এর ম্যাচ কোন দল জিতবে ? তা দলের পারফর্মেন্সের উপর নয় ৷ নির্ভর করছে শিশিরের উপর ৷ হ্যাঁ, মুম্বইয়ের তিনটি স্টেডিয়ামে এখনও পর্যন্ত হওয়া সবক’টি ম্যাচেই নির্ধারকের ভূমিকা নিয়েছে শিশির ৷ যার ফল স্কোরবোর্ডে বড় রান তুলেও হারতে হল চেন্নাই সুপার কিংসকে ৷ এমনটাই মনে করছেন অধিনায়ক রবীন্দ্র জাদেজা ৷ তিন বল বাকি থাকতে 6 উইকেটে আইপিএল এর প্রথম ম্যাচ জিতল লখনউ সুপার জায়ান্টস ৷

বৃহস্পতিবার সিসিএ’র ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এলএসজি’র অধিনায়ক কেএল রাহুল ৷ সিসিএ’র পাটা উইকেটে প্রথম ব্যাট করে 210 রান তোলে চেন্নাই ৷ ম্যাচের সেরা হয়েছেন বাঁ হাতি ক্যারিবিয়ান ব্যাটার ইভেন লুইস ৷ তিনি 23 বলে অপরাজিত 55 রানের ইনিংস খেলেন ৷ তবে, চেন্নাই বনাম লখনউ ম্যাচে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল মুম্বইয়ের রাতের আকাশে থাকা শিশির ৷ চেন্নাইয়ের ব্যাটিং চলাকালীনই মাঠে অত্যধিক মাত্রায় শিশির পড়েছে ৷ একটা সময় পরিস্থিতি এমন হয়, যে বোঝা দায় ছিল ফিল্ডাররা মাঠে ডাইভ দিচ্ছে না সুইমিং পুলে ৷ দুই ইনিংসেই আম্পায়াররা বল পরিবর্তন করতে বাধ্য হন ৷

শিশিরের সমস্যা সত্ত্বেও আইপিএল এর নবাগত লখনউকে 211 রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে ৷ এ দিন চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত 50 রানের ইনিংস খেলেন ওপেনার রবিন উথাপ্পা ৷ রুতুরাজ গায়কোয়াড় রান আউট হলেও, উল্টোদিকে সেই চাপ বুঝতে দেননি উথাপ্পা ৷ মইন আলির সঙ্গে দ্বিতীয় উইকেটে 56 রানের পার্টনারশিপ করেন তিনি ৷ মইন এবারের আইপিএলে তাঁর প্রথম ম্যাচে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন ৷ তিনি 22 বলে 39 রান করেন ৷ চেন্নাইয়ের হয়ে সুখবর শিবম দুবের ফর্ম ৷ তিনিও 30 বলে 49 রানের ইনিংস খেলেছেন ৷ আর নিচের দিকে ব্যাট করতে নেমে কেকেআর ম্যাচের ফর্ম জারি রাখলেন ধোনি (6 বলে 16 রানে অপরাজিত) ৷ এ দিন তিনি ইনিংস শুরুই করেন ছয় মেরে ৷

আরও পড়ুন : Shane Warne Farewell : প্রিয় এড শেরানের গান, কামিন্সের কবিতায় মেলবোর্নে ওয়ার্নির শেষ বিদায়

তবে, বল হাতে লখনউয়ের বোলারা সেভাবে সফল হতে পারেননি ৷ অবশ্যই শিশিরের কারণে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল বোলারদের ৷ তা সত্ত্বেও কামাল দেখালেন তরুণ রবি বিষ্ণোই ৷ 4 ওভারে মাত্র 24 রান দিয়ে 2 উইকেট তুলে নেন তিনি ৷ আর এখানেই চেন্নাইয়ের সঙ্গে লখনউয়ের তফাত গড়ে দেন তিনি ৷ এ দিন লখনউ সুপার জায়েন্টসের হয়ে 2টি করে উইকেট নেন আবেশ খান এবং অ্যান্ড্রুটাই ৷

211 রান তাড়া করতে নেমে প্রথম দুই ওভার দেখে খেলেন কেএল রাহুল (40) এবং কুইন্টন ডি’কক (61) ৷ 3নং ওভার থেকে শুরু হয় দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিং ৷ প্রথম উইকেটে লখনউয়ের অধিনায়ক রাহুল তাঁর দক্ষিণ আফ্রিকান সঙ্গীকে নিয়ে 99 রানের পার্টনারশিপ করেন ৷ তাও মাত্র 10 ওভারে ৷ রাহুল আউট হওয়ার পর চেন্নাই লখনউয়ের রান গতিতে রাশ টানে ৷ কিন্তু, একদিক থেকে নিজের স্বাভাবিক ছন্দে খেলা এগিয়ে নিয়ে যান ইভেন লুইস (55 রানে অপরাজিত) ৷

আরও পড়ুন :IPL 2022 : হাসারাঙ্গা, আকাশদীপ-দের দাপটে রুদ্ধশ্বাস ম্যাচে হার নাইটদের

জাদেজা অধিনায়ক হলেও, নবম ওভারের পর থেকে পুরো ম্যাচ চেন্নাইকে নেতৃত্ব দিতে দেখা যায় ধোনিকে ৷ বোলিং চেঞ্জ থেকে শুরু করে ফিল্ডিং ৷ সবক্ষেত্রে ধোনির নির্দেশ মানতে দেখা যায় জাদেজাকে ৷ ফলে দারুণভাবে ম্যাচে ফিরেও এসেছিল সিএসকে ৷ একটা সময় মনে হয়েছিল চেন্নাইয়ের ম্যাচ জেতা সময়ের অপেক্ষা ৷ শেষ দু’ওভারে লখনউকে জয়ের জন্য 34 রান তুলতে হত ৷

আরও পড়ুন : IPL 2022 : ব্যাটিং বিপর্যয় ! আরসিবির বিরুদ্ধে সস্তায় গুটিয়ে গেল কেকেআর

প্রসঙ্গত, এদিন সম্পূর্ণ অনভিজ্ঞ পেস আক্রমণ নামিয়েছিল চেন্নাই ৷ 19 তম ওভারে শিবম দুবেকে বোলিংয়ের জন্য ডাকেন ধোনি ৷ উল্টোদিকে ব্যাট হাতে ছিলেন, আইপিএল জগতে নবাগত আয়ুষ বাদোনি ৷ কিন্তু, দুবের প্রথম বলই অফ স্টাম্পের বাইরে থেকে সুইপ করে স্কোয়ার বাউন্ডারি পার করে দেন আয়ুষ ৷ তিনি 9 বলে 19 রান করেন ৷ ওই ওভারে শিবম দুবেকে একটি ছয় ও দু’টি চার মারেন ইভেন লুইস ৷ 19 তম ওভারে 25 রান দেন শিবম দুবে ৷ ফলে শেষ ওভারে অভিষেক ম্যাচ খেলা মুকেশ চৌধুরির পক্ষে 9 রান ডিফেন্ড করা কার্যত অসম্ভব হয়ে যায় ৷ ফল 3 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় লখনউ সুপার জায়েন্টস ৷ এ দিন লাসিথ মালিঙ্গাকে টপকে আইপিএল-এ সর্বোচ্চ উইকেট শিকারি হলেন ডোয়েন ব্রাভো ৷

For All Latest Updates

TAGGED:

IPL 2022

ABOUT THE AUTHOR

...view details