পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : ডি’ককের ব্যাটিং ঝড়ে পর্যুদস্ত ঋষভের দিল্লি, 6 উইকেটে জয় সুপার জায়েন্টসের - IPL 2022

আইপিএল (IPL 2022)-এ জয়ের ধারা অব্যাহত লখনউ সুপার জায়েন্টসের ৷ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে লিগে দু’নম্বরে উঠে এলেন কে এল রাহুলরা ৷ বৃহস্পতিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে 150 রান তাড়া করে 6 উইকেটে ম্যাচ জিতেছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants Beat Delhi Capitals by 6 Wickets) ৷

IPL 2022 Lucknow Super Giants Beat Delhi Capitals by 6 Wickets
IPL 2022 Lucknow Super Giants Beat Delhi Capitals by 6 Wickets

By

Published : Apr 8, 2022, 9:29 AM IST

নবি মুম্বই, 8 এপ্রিল : কুইন্টন ডি’ককের ব্যাটিং দাপটে পর্যুদস্ত ঋষভ পন্থের দিল্লি ৷ 6 ইউকেটে দিল্লি ক্যাপিটালসকে হারাল লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants Beat Delhi Capitals by 6 Wickets) ৷ সেই সঙ্গে পাঁচ নম্বর থেকে একলাফে পয়েন্ট টেবিলে দু’নম্বরে চলে এলেন কে এল রাহুলরা ৷ এ দিন দু’বল বাকি থাকতে দিল্লির 150 রানে টার্গেট চেজ করে ফেলে লখনউ ৷ যেখানে শুরুতে কুইন্টন ডি’কক এবং আইপিএল 15 (IPL 2022)-র নতুন আবিষ্কার আয়ুষ বাদোনির দাপটে হারতে হল পন্থের দিল্লি ক্যাপিটালকে ৷ 52 বলে 80 রান করে ম্যাচের সেরা হয়েছেন কুইন্টন ডি’কক ৷

এ দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল ৷ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের ফ্রেশ পিচে শুরু থেকেই বোলারদের, বিশেষত স্পিনারদের দাপট দেখা গেল শুরু থেকে শেষ পর্যন্ত ৷ সুপার জায়েন্টসের হয়ে বল হাতে পুরো ইনিংসে দাপিয়ে বেড়ালেন কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই এবং ক্রুণাল পান্ডিয়া ৷ দিল্লিতে কামব্যাক করা এবং এই আইপিএল’এ নিজের প্রথম ম্যাচ খেলা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে ছন্দে পাওয়া যায়নি ৷ 12 বল খেলে মাত্র 4 রান করে রবি বিষ্ণোইয়ের বলে আউট হন তিনি ৷

তবে, উল্টোদিকে সম্পূর্ণ আলাদা ক্রিকেট খেলেন পৃথ্বী শ ৷ প্রথম দু’ওভার ধরে খেলার পর লখনউয়ের বোলারদের উপর ঝাঁপিয়ে পড়েন পৃথ্বী ৷ 34 বলে 61 রান করে আউট হন তিনি ৷ এর পরেই একে একে ওয়ার্নার, রভম্যান পাওয়েল ফিরে যান ৷ মাত্র তিন উইকেট পড়লেও 20 ওভারে মাত্র 149 রান তুলতে পারে দিল্লি ক্যাপিটালস ৷ যদিও ডি ওয়াই পাটিলের ফ্রেশ পিচে শুরু থেকেই সাহায্য পাচ্ছিলেন বোলাররা ৷ তা সত্ত্বেও মাঝের ওভারে একেবারেই রান তুলতে পারেননি ঋষভ পন্থ (36 বলে 39 রানে অপরাজিত) এবং শারফরাজ খান (28 বলে 36 রানে অপরাজিত) ৷

আরও পড়ুন : Pat Cummins Fastest Fifty : চার-ছক্কার ঝড়, কোটিপতি লিগে দ্রুততম অর্ধ শতরান কামিন্সের

150 রান তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দে ছিলেন লখনউয়ের দুই ওপেনার ৷ কে এল রাহুল স্লথ গতিতে 25 বলে 24 রান করে আউট হলেও, ততক্ষণে লখনউ ম্যাচ প্রায় বের করে নিয়েছিল ৷ কারণ, উল্টোদিকে কুইন্টন ডি’কক দিল্লির বোলারদের উপর বুলডোজার চালাচ্ছিলেন ৷ পাওয়ার প্লে-তে লখনউ বিনা উইকেটে 48 রান তোলে ৷ দিল্লির প্রথম একাদশে ফেরা এনরিখ নর্জের প্রথম ওভারেই তাঁর দক্ষিণ আফ্রিকান সতীর্থ ডি’কক 19 রান তোলেন ৷

আরও পড়ুন : Nari Contractor Head Surgery: গ্রিফিথের বাউন্সারে ভেঙেছিল খুলি, ছ'দশক পর পাত সরল কন্ট্রাকটরের মাথা থেকে

মাঝে স্পিনাররা দিল্লিকে ম্যাচে ফেরালেও স্লগ ওভারে প্রথমে ক্রুণাল এবং শেষ ওভারে আয়ুষ বাদোনির ক্লাসের কাছে হার মানতে হয় শার্দূল ঠাকুরদের ৷ এরই মধ্যে 16 নম্বর ওভার করতে এসে দ্বিতীয় বিমার করায় ম্যাচ আর বল করতে পারেননি এনরিখ নর্জের ৷ মাত্র 2.2 ওভার বল করেন তিনি ৷ তাঁর পরিবর্তে 16 নম্বর ওভার শেষ করেন কুলদীপ যাদব ৷ ওই ওভারে ডি’কককে আউট করে দিল্লিকে ম্যাচে ফিরিয়ে ছিলেন কুলদীপ ৷ তবে, 19 নম্বর ওভারে মুস্তাফিজুরের বিরুদ্ধে 14 রান তোলেন ক্রুণাল ৷ আর সেখানেই ম্যাচ এক তরফা হয়ে যায় ৷ এই মুহূর্তে 4 ম্যাচের 3টি জিতে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে লখনউ সুপার জায়েন্টস ৷ সমসংখ্যক ম্যাচ খেলে এবং সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটের দৌলতে এক নম্বরে কলকাতা নাইট রাইর্ডাস ৷

ABOUT THE AUTHOR

...view details