নবি মুম্বই, 8 এপ্রিল : কুইন্টন ডি’ককের ব্যাটিং দাপটে পর্যুদস্ত ঋষভ পন্থের দিল্লি ৷ 6 ইউকেটে দিল্লি ক্যাপিটালসকে হারাল লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants Beat Delhi Capitals by 6 Wickets) ৷ সেই সঙ্গে পাঁচ নম্বর থেকে একলাফে পয়েন্ট টেবিলে দু’নম্বরে চলে এলেন কে এল রাহুলরা ৷ এ দিন দু’বল বাকি থাকতে দিল্লির 150 রানে টার্গেট চেজ করে ফেলে লখনউ ৷ যেখানে শুরুতে কুইন্টন ডি’কক এবং আইপিএল 15 (IPL 2022)-র নতুন আবিষ্কার আয়ুষ বাদোনির দাপটে হারতে হল পন্থের দিল্লি ক্যাপিটালকে ৷ 52 বলে 80 রান করে ম্যাচের সেরা হয়েছেন কুইন্টন ডি’কক ৷
এ দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল ৷ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের ফ্রেশ পিচে শুরু থেকেই বোলারদের, বিশেষত স্পিনারদের দাপট দেখা গেল শুরু থেকে শেষ পর্যন্ত ৷ সুপার জায়েন্টসের হয়ে বল হাতে পুরো ইনিংসে দাপিয়ে বেড়ালেন কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই এবং ক্রুণাল পান্ডিয়া ৷ দিল্লিতে কামব্যাক করা এবং এই আইপিএল’এ নিজের প্রথম ম্যাচ খেলা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে ছন্দে পাওয়া যায়নি ৷ 12 বল খেলে মাত্র 4 রান করে রবি বিষ্ণোইয়ের বলে আউট হন তিনি ৷
তবে, উল্টোদিকে সম্পূর্ণ আলাদা ক্রিকেট খেলেন পৃথ্বী শ ৷ প্রথম দু’ওভার ধরে খেলার পর লখনউয়ের বোলারদের উপর ঝাঁপিয়ে পড়েন পৃথ্বী ৷ 34 বলে 61 রান করে আউট হন তিনি ৷ এর পরেই একে একে ওয়ার্নার, রভম্যান পাওয়েল ফিরে যান ৷ মাত্র তিন উইকেট পড়লেও 20 ওভারে মাত্র 149 রান তুলতে পারে দিল্লি ক্যাপিটালস ৷ যদিও ডি ওয়াই পাটিলের ফ্রেশ পিচে শুরু থেকেই সাহায্য পাচ্ছিলেন বোলাররা ৷ তা সত্ত্বেও মাঝের ওভারে একেবারেই রান তুলতে পারেননি ঋষভ পন্থ (36 বলে 39 রানে অপরাজিত) এবং শারফরাজ খান (28 বলে 36 রানে অপরাজিত) ৷