মুম্বই, 7 এপ্রিল : তিনি এলেন, দেখলেন এবং মুম্বই জয় করলেন । প্যাট কামিন্সের 14 বলের রেকর্ডে মুম্বইয়ের হাতে বধ কলকাতা নাইট রাইডার্স । অর্ধশতরানেই ইতি ইনিংসে ৷ আইপিএল-এ কলকাতা বনাম মুম্বই দ্বৈরথ মানেই যুদ্ধ । বাইশ গজের বাইরেও বাড়তি কিছু । যেখানে দলের কর্ণধার, ক্রিকেটারদের বাড়তি অ্যাড্রিনালিন খরচ হয় । অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক সেই হৃদস্পন্দন বাড়ানো ম্যাচটি অনায়াসে বের করে আনলেন । বল হাতে তাঁর উইকেট নেওয়ার দক্ষতা প্রশ্নাতীত । কিন্তু ব্যাট হাতেও যে তিনি বিধ্বংসী, তা এই ম্যাচের আগে বোঝা যায়নি । কামিন্সের প্রতিটি শটের সামনে মুম্বই বোলারদের অসহায় আত্মসমর্পণ ছাড়া কোনও গতি ছিল না। ফল ? চার ওভার বাকি থাকতে থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ নিয়ে গেল নাইটরা ।
টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার । প্রতিটি ম্যাচের মতো প্রতিপক্ষকে ভাঙার কাজটা শুরু করেছিলেন উমেশ যাদব । 12 বলে তিন রান করে ফিরে যান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা । নাইট বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে মুম্বই প্রথমে সেভাবে ফ্রন্টফুটে আসতে পারেনি । তাই 10 ওভারে 60 রানেই গুটিয়ে যায় মুম্বই । মনে হচ্ছিল 140 পেরনো কঠিন হবে । কিন্তু সূর্যকুমারের 52 এবং তিলকের 38 মুম্বইকে 161 রানে পৌঁছে দেয় ।