দুবাই, 12 সেপ্টেম্বর : 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব খেলতে দুবাই পৌঁছলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্যাপ্টেন বিরাট কোহলি ৷ রবিবার চাটার্ড বিমানে ম্যাঞ্চেস্টার থেকে মরু শহরে পৌঁছন কোহলি ও আরসিবি-র ভারতীয় দলে তাঁর সতীর্থ মহম্মদ সিরাজ ৷
রবিবার আরসিবি তাদের অফিসিয়াল টুইটারে বিরাট-সিরাজের দুবাই পৌঁছনোর কথা জানায় ৷ টুইটারে লেখা হয়, "আপনার এই খবরটার জন্যই অপেক্ষা করছিলেন ৷ কিং কোহলি ও মিয়ান ম্যাজিক দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ৷" এই দুই ক্রিকেটারের জন্যা চাটার্ড বিমানের ব্যবস্থা করেছিল রয়্যাল চ্যালঞ্জার্স ৷ ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় আইপিএলে খেলা ভারতীয় দলের ক্রিকেটারদের সংযুক্ত আরব আমিরশাহী আনার জন্য বিসিসিআই-এর কাছে চাটার্ঢ বিমানের জন্য অনুরোধ করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷ কিন্তু বোর্ড তা দিতে রাজি না-হওয়ায় নিজেদের ক্রিকেটারদের দ্রুত মরু শহরে আনার জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করে ফ্র্যাঞ্চাইজিগুলি ৷