পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চলতি আইপিএল থেকে সরে দাঁড়ালেন নীতিন মেনন - Umpire Nitin Menon

মেননের স্ত্রী ও মা করোনা আক্রান্ত হওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বায়ো বাবল ছাড়েন তিনি ৷ মেনন একমাত্র ভারতীয় আম্পায়ার যিনি আইসিসি এলিট প্যানেলে আছেন ৷ ঘরের মাঠে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ে তাঁর কাজের জন্য প্রশংসাও পান ৷

আইপিএল থেকে সরে দাঁড়ালেন নীতিন মেনন
আইপিএল থেকে সরে দাঁড়ালেন নীতিন মেনন

By

Published : Apr 29, 2021, 3:34 PM IST

Updated : Apr 29, 2021, 3:46 PM IST

নয়াদিল্লি, 29 এপ্রিল : আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন দেশের প্রথম সারির আম্পায়ার নীতিন মেনন ৷ তাঁর পরিবারের দু’জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ অন্যদিকে অস্ট্রেলিয়ার আম্পায়ার পল রিফেলের বাড়ি যাওয়া আপাতত স্থগিত হয়ে গেল ৷ কারণ বর্তমানে অস্ট্রেলিয়া ভারত থেকে সমস্ত উড়ান বাতিল করেছে ৷

সূত্রের খবর, মেননের স্ত্রী ও মা করোনা আক্রান্ত হওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বায়ো বাবল ছাড়েন তিনি ৷ মেনন একমাত্র ভারতীয় আম্পায়ার যিনি আইসিসি এলিট প্যানেলে আছেন ৷ ঘরের মাঠে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ে তাঁর কাজের জন্য প্রশংসাও পান তিনি ৷

সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, ‘‘পরিবারের সদস্য করোনা আক্রান্ত হওয়ার পরই মেনন বায়ো বাবল ছাড়েন ৷ বর্তমানে ম্যাচ পরিচালনার মতো মানসিক পরিস্থিতিতে তিনি আপাতত নেই ৷’’

আরও পড়ুন :দলের ক্রিকেটাররা তাঁদের দায়িত্ব পালন করছেন : ধোনি

অন্যদিকে অস্ট্রেলিয়ান আম্পায়ার পল রিফেল প্রাথমিকভাবে আইপিএল ছাড়ার কথা বলেন ৷ তবে বর্তমানে ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার জন্য এখান থেকে অস্ট্রেলিয়ার সমস্ত উড়ান বাতিল করেছে সেদেশের সরকার ৷ ফলে প্রাথমিকভাবে বাবল ছাড়ার কথা থাকলেও এখনও তিনি আইপিএলের বাবলেই আছেন ৷

রিপোর্ট অনুযায়ী রিফেল আইপিএলের বাকি ম্যাচ পরিচালনা করবেন ৷ ও আইপিএল শেষ করেই দেশে ফিরবেন ৷

Last Updated : Apr 29, 2021, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details