দুবাই, 29 সেপ্টেম্বর : আজ আইপিএল’র রয়্যাল দ্বৈরথ ৷ দুবাইয়ের স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ যেখানে প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে রাজস্থানের রাজওয়াড়িরা এবং পয়েন্ট তালিকা 3 নম্বরে থাকা বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্সরা ৷ প্রসঙ্গত, বিরাট কোহলির বেঙ্গালুরু তাঁদের প্লে অফের স্থান আরও মজবুত করার লক্ষ্যে আজ মাঠে নামবে ৷ তবে, পরপর দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচে দুবাইতেই মুম্বই ইন্ডিয়ান্সকে রীতিমত নাস্তানাবুদ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ অন্যদিকে, শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে এই ম্যাচ খেলতে নামবেন সঞ্জু স্যামসনরা ৷
প্রসঙ্গত, গত ম্যাচে রাজস্থানের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই বলতে গেলে ব্যর্থ ৷ ব্যাট হাতে কেবল অধিনায়ক সঞ্জু একমাত্র সফল ব্যাটার ৷ যাঁর একার চেষ্টায় প্রথমে ব্যাট করে রাজস্থান 164 রান তুলেছিল ৷ টপ অর্ডারে একমাত্র যশস্বী জয়সওয়াল 23 বলে 36 রান করেছিলেন এবং মিডল অর্ডারে মন্থর 29 রান করেছিলেন মাহিপাল লোমর ৷ ফলে আশানুরূপ রান তুলতে ব্যর্থ হয় রাজস্থান ৷ যা নিয়ে ম্যাচ শেষে আক্ষেপও করতে শোনা যায় সঞ্জুকে ৷ অন্যদিকে, এতদিন বল হাতে ভাল পারফর্ম করা রাজস্থানের বোলাররাও ব্যর্থ হন ৷ যেখানে রাজস্থান শিবিরের সবচেয়ে বড় চিন্তা বিদেশি ক্রিস মরিস ৷ এমনকি চেতন সাকারিয়া এবং মুস্তাফিজুররাও সেভাবে প্রভাব ফেলতে পারেনি লিগ টেবিলে একদম নিচে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ ফলে প্লে অফের লড়াইয়ে শেষ মুহূর্তে এসে বেশ কিছুটা চাপে সঞ্জু স্যামসনরা ৷