পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

RR vs RCB Preview : আজ রয়্যাল দ্বৈরথ, প্লে অফের দৌড়ে এগোবে কে ? - Royal Challengers Bangalore

আইপিএল’র প্লে অফে টিকে থাকার লড়াইয়ে আজ মরুদেশে মাঠে নামছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ যে ম্যাচের আগে ধারে ও ভারে, দু’দিক থেকেই এগিয়ে রয়েছেন বিরাট কোহলিরা ৷ বুধবার সন্ধ্যায় দুবাইয়ের ময়দানে এই ম্যাচে প্লে অফে নিজেদের স্থান আরও মজবুত করার লক্ষ্যে নামবেন বিরাটরা ৷ অন্যদিক, নিজেদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে মাঠে নামবেন সঞ্জু স্যামসনের রাজস্থান ৷

IPL 2021 RR vs RCB Match Preview
প্লে অফে টিকে থাকার রয়্যাল দ্বৈরথে এগিয়ে কোহলির চ্যালেঞ্জার্সরা

By

Published : Sep 29, 2021, 3:48 PM IST

দুবাই, 29 সেপ্টেম্বর : আজ আইপিএল’র রয়্যাল দ্বৈরথ ৷ দুবাইয়ের স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ যেখানে প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে রাজস্থানের রাজওয়াড়িরা এবং পয়েন্ট তালিকা 3 নম্বরে থাকা বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্সরা ৷ প্রসঙ্গত, বিরাট কোহলির বেঙ্গালুরু তাঁদের প্লে অফের স্থান আরও মজবুত করার লক্ষ্যে আজ মাঠে নামবে ৷ তবে, পরপর দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচে দুবাইতেই মুম্বই ইন্ডিয়ান্সকে রীতিমত নাস্তানাবুদ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ অন্যদিকে, শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে এই ম্যাচ খেলতে নামবেন সঞ্জু স্যামসনরা ৷

প্রসঙ্গত, গত ম্যাচে রাজস্থানের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই বলতে গেলে ব্যর্থ ৷ ব্যাট হাতে কেবল অধিনায়ক সঞ্জু একমাত্র সফল ব্যাটার ৷ যাঁর একার চেষ্টায় প্রথমে ব্যাট করে রাজস্থান 164 রান তুলেছিল ৷ টপ অর্ডারে একমাত্র যশস্বী জয়সওয়াল 23 বলে 36 রান করেছিলেন এবং মিডল অর্ডারে মন্থর 29 রান করেছিলেন মাহিপাল লোমর ৷ ফলে আশানুরূপ রান তুলতে ব্যর্থ হয় রাজস্থান ৷ যা নিয়ে ম্যাচ শেষে আক্ষেপও করতে শোনা যায় সঞ্জুকে ৷ অন্যদিকে, এতদিন বল হাতে ভাল পারফর্ম করা রাজস্থানের বোলাররাও ব্যর্থ হন ৷ যেখানে রাজস্থান শিবিরের সবচেয়ে বড় চিন্তা বিদেশি ক্রিস মরিস ৷ এমনকি চেতন সাকারিয়া এবং মুস্তাফিজুররাও সেভাবে প্রভাব ফেলতে পারেনি লিগ টেবিলে একদম নিচে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ ফলে প্লে অফের লড়াইয়ে শেষ মুহূর্তে এসে বেশ কিছুটা চাপে সঞ্জু স্যামসনরা ৷

আরও পড়ুন : IPL 2021: ভারতীয় দলের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কাজ করছে আইপিএল : জয় শাহ

অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে দাপটের সঙ্গে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বিরাট কোহলির চ্যালেঞ্জার্সরা ৷ যেখানে স্বয়ং অধিনায়ক রানের মধ্যে রয়েছেন ৷ শেষ দুই ম্যাচে অর্ধ শতরান করেছেন কোহলি ৷ সেই সঙ্গে বিদেশি গ্লেন ম্যাক্সওয়েলের ফর্মে ফেরা বাড়তি অক্সিজেন দিয়েছে বেঙ্গালুরু শিবিরে ৷ ব্যাট হাতে গত কয়েক ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে না পারলেও মুম্বইয়ের বিরুদ্ধে ছন্দে দেখা গিয়েছিল এবিডি-কে ৷ পাশাপাশি বল হাতে ফের একবার আগুন ঝরাতে শুরু করেছেন বেঙ্গালুরু পেসার হর্ষল প্যাটেল ৷ এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি মুম্বইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে বেঙ্গালুরুকে সহজ জয় উপহার দেন ৷ সেই সঙ্গে যুজবেন্দ্র চাহালও ফর্মে রয়েছে ৷ বিশেষ করে দুবাইয়ের মন্থর পিচে তাঁর বোলিং বেশ প্রভাব ফেলছে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপে ৷ ফলে রাজস্থান বনাম বেঙ্গালুরু ম্যাচে বেশ অনেকটাই এগিয়ে রয়েছেন বিরাট কোহলিরা ৷

আরও পড়ুন : IPL 2021 MI vs PKBS : মরুদেশে রোহিতদের প্রথম জয়, কিংসদের 6 উইকেটে হারাল মুম্বই

ABOUT THE AUTHOR

...view details