পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শেষ বলে দুরন্ত জয়, মুম্বইকে 2 উইকেটে হারাল আরসিবি - বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

মুম্বইয়ের দেওয়া টার্গেট 160 রান তাড়া করতে নেমে বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল ব্যাঙ্গালোর ব্যাটিংকে দৃঢ়তা দেন ৷ শেষ দিকে এবি দুরন্ত ফিনিশ করেন ৷ তবে ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ৷

মুম্বইকে 2 উইকেটে হারাল আরসিবি
মুম্বইকে 2 উইকেটে হারাল আরসিবি

By

Published : Apr 10, 2021, 9:46 AM IST

চেন্নাই, 10 এপ্রিল : শেষ বলে থ্রিলার ৷ মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021-এর যাত্রা শুরু করল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ দুরন্ত পারফরমেন্স এবি ডিভিলিয়ার্স ও হর্শাল প্যাটেলের ৷

মুম্বইয়ের দেওয়া টার্গেট 160 রান তাড়া করতে নেমে বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল ব্যাঙ্গালোর ব্যাটিংকে দৃঢ়তা দেন ৷ শেষ দিকে এবি দুরন্ত ফিনিশ করেন ৷ তবে ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ৷

14.50 কোটি টাকা দিয়ে রয়্যালরা এইবার অজ়ি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কেনে ৷ আরসিবির হয়ে প্রথম ম্যাচে ম্যাক্সওয়েলের অবদান 39 রান ৷ অন্যদিকে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ওপেন করতে নেমে বিরাট করলেন 33 রান ৷ ম্যাক্সওয়েল ও বিরাটের 52 রানের পার্টনারশিপ ব্যাঙ্গালোরের রান তাড়া করার ভিত্তি প্রস্তর স্থাপন করে ৷ তবে 13 তম ওভারে কোহলির উইকেট তুলে নিয়ে মুম্বইও বাউন্স ব্যাক করে ৷

14 তম ওভারে ফেরেন ম্যাক্সওয়েলও ৷ কিন্তু এরপরই দুরন্স ব্যাটিং এবি ডিভিলিয়ার্সের ৷ 27 বলে করেন 48 রান ৷ এই ইনিংসের উপর ভর করে মুম্বইয়ের টার্গেট অনায়াসেই ছুঁয়ে ফেলে ব্যাঙ্গালোর ৷ তবে 2 রান বাকি থাকার সময় রান আউট হয়ে ফিরতে হয় মিস্টার 360 ডিগ্রিকে ৷ 2012 সালের পর টুর্নামেন্টের প্রথম ম্যাচ কখনও জিততে পারেনি মুম্বই ৷ এবারও সেই ধারা বজায় রাখল রোহিতের মুম্বই ৷

আরও পড়ুন :ব্যাট দিয়ে গাড়ি ভাঙছেন দ্রাবিড় ! হতবাক কোহলি

তবে দুরন্ত শুরু করা মুম্বইকে 159 রানে আটকে রাখার কৃতিত্ব কিন্তু অবশ্যই প্রাপ্য হর্শাল প্যাটেলের ৷ আইপিএল ইতিহাসের প্রথম বোলার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 5 উইকেট তুলে নিলেন তিনি ৷ শেষ ওভারে মাত্র 1 রান দিয়ে তুলে নিলেন 3টি উইকেট ৷ 4 ওভারে 27 রানের বিনিময়ে 5 উইকেট তুলে নিলেন হর্শাল ৷

ABOUT THE AUTHOR

...view details