আবুধাবি,14 সেপ্টেম্বর: মরু শহরের আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷ 20 সেপ্টেম্বর আবুধাবিতে নাইটদের বিরুদ্ধে বিশেষ কারণে জার্সি বদল করছে কোহলি অ্যান্ড কোং ৷ মঙ্গলবার আরিসিবির টুইটারে জানানো হল তার কারণ ৷
কোভিডের বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই চালাচ্ছেন, সেই সব ফ্রন্টলাইন কর্মীদের শ্রদ্ধা জানাতেই নাইটদের বিরুদ্ধে নীল রঙের জার্সি পরে মাঠে নামবেন বিরাট কোহলিরা। এদিন আরসিবি-র টুইটারে লেখা হয়, "20 তারিখ কেকেআর-এর বিরুদ্ধে আরসিবি ক্রিকেটাররা ব্লু জার্সি পড়ে মাঠে নামবে ৷ আরিসিবি ব্লু কিটকে সম্মান জানাতে চায় ৷ কারণ আমরা পিপিই কিটের রঙের জার্সি পড়ে কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াই করা ফ্রন্টলাইন যোদ্ধাদের শ্রদ্ধা জানাবে ৷"
সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ কোভিডের কারণে চলতি বছর এপ্রিলে ঘরের মাঠে আইপিএলের চতুর্দশ আইপিএল শুরু হলেও মাঝপথে তা বাতিল হয়ে যায় ৷ বিরাট কোহলির আরসিবি দ্বিতীয় পর্বের লড়াই শুরু করতে চলেছে ২০ সেপ্টেম্বর। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ৷