বেঙ্গালুরু, 10 ফেব্রুয়ারি : 2021 আইপিএলের আগে ভারতীয় দলের প্রাক্তনব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে ব্য়াটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ বুধবার আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির তরফে একথা ঘোষণা করা হয়েছে ৷ জাতীয় দলের কোচিং এবং অতীতে আইপিএলেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে সঞ্জয় বাঙ্গারের ৷ আরসিবি শিবিরে প্রধান কোচ সাইমন কাটিচ এবং শ্রীধরণ শ্রীরামের সঙ্গে এবার কোচিং দলে যোগ দেবেন তিনি ৷
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন মাইক হেসন এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, ‘‘প্রধান কোচ সাইমন কাটিচের নেতৃত্বাধীন কোচিং দলে অভিজ্ঞ সঞ্জয় বাঙ্গারকে যুক্ত করতে পেরে খুবই আনন্দিত ৷’’ আরসিবি-তে বাঙ্গারের ভূমিকা কী হবে? এ নিয়ে বলতে গিয়ে মাইক হেসন জানিয়েছেন, ‘‘48 বছর বয়সী বাঙ্গার মরসুম শুরু আগের ক্যাম্প থেকেই দলের সঙ্গে যোগ দেবেন ৷ সেখানে সঞ্জয় বাঙ্গার একজন ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নতুন মরসুম শুরুর আগে বেঙ্গালুরুতে হওয়া ক্যাম্পে দলের সঙ্গে কাজ করবেন ৷’’