মুম্বই, 25 এপ্রিল : এক রূপকথার সাক্ষী থাকল দর্শকহীন ওয়াংখেড়ে ৷ তবে এবারই প্রথম নয় ৷ রূপকথা ওয়াংখেড়েতে আরও লেখা হয়েছে ৷ 2011 সালের 2 এপ্রিল ধোনি ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছিল এই মাঠেই ৷ এখানেই লেখা হল আরও এক ইতিহাস ৷ চেন্নাই সুপার কিংসের ইনিংসের শেষ ওভারে জাদেজা নিলেন 37 রান ৷ স্পর্শ করলেন ক্রিস গেইলের রেকর্ড ৷ আইপিএলের ইতিহাসে এক ওভারে যুগ্ম সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন জাদেজা ৷
ওয়াংখেড়েতে টস জিতে ভাল শুরু করে চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু মাঝের ওভারে খেই হারিয়ে ফেলে তাঁরা ৷ 19 তম ওভারের শেষে তাঁদের রান ছিল 154 রান ৷ কিন্তু সেই চেন্নাই ইনিংস শেষ করল 191 রানে ৷ সৌজন্যে রবীন্দ্র জাদেজা ৷
হার্শাল প্যাটেল টুর্নামেন্টের এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী ৷ বেগুনি টুপিও তাঁর মাথায় ৷ তাই তাঁকে ভরসা করে জাদেজা ও ধোনিকে শেষ ওভারে বোলিং করতে পাঠান বিরাট কোহলি ৷ তবে হার্শাল এমন একটি ওভার করলেন, যেটা তিনি দ্রুত ভুলতে চাইবেন ৷ ওভার শুরু করার আগে জাদেজা ছিলেন 21 বলে 28 রানে ৷ সেখান থেকে ওভার শেষ করলেন 28 বলে 62 রান করে ৷