পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাটলারের সেঞ্চুরিতে 55 রানে সানরাইজার্স বধ রাজস্থানের রয়্যালসদের - জস বাটলার

জস বাটলারের ব্যাটিং দাপটে 55 রানে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল রাজস্থান রয়্যালস ৷ যে লড়াইয়ে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেল হায়দরাবাদ শিবিরকে ৷

ipl-2021-rajasthan-royals-win-against-sunrisers-hyderabad-by-55-runs
বাটলারের সেঞ্চুরিতে 55 রানে সানরাইজার্স বধ রাজস্থানের রয়্যালসদের

By

Published : May 2, 2021, 9:09 PM IST

নয়াদিল্লি, 2 মে : অধিনায়ক বদলেও জয়ের রাস্তা খুঁজে পেল না সানরাইজার্স হায়দরাবাদ ৷ 55 রানের বিশাল ব্যবধানে রাজস্থান রয়্যালসের কাছে হার শিকার করতে হল কেন উইলিয়ামসের দলকে ৷ আজ প্রথমে ব্যাট করে শুরু থেকেই আক্রমণাত্মক ব্য়াটিং করে সেঞ্চুরি করলেন জস বাটলার ৷ 64 বলে 124 রান করেন তিনি ৷ যেখানে নির্ধারিত 20 ওভারে 220 রান করে রাজস্থান রয়্যালস ৷

জাবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ আজ জনি বেয়ার্স্টোর সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন মণীশ পাণ্ডে ৷ এই চমকটা কাজেও দিয়েছিল হায়দরাবাদের জন্য ৷ ওপেনিং জুটিতে 57 রান তোলেন তাঁরা ৷ কিন্তু, মণীশ পাণ্ডে 31 রানে ফিরে যাওয়ার পরেই ধস নামে সানরাইজার্স ব্যাটিং লাইনআপে ৷ একের পর এক উইকেট হারাতে থাকেন উইলিয়ামসরা ৷ 30 রান করে দলের 70 রানের মাথায় আউট হন বেয়ার্স্টো ৷ এর পর একে একে বিজয় শঙ্কর, কেন উইলিয়ামসন, কেদার যাদবরা প্যাভিলিয়নে ফিরে যান ৷ প্রথম কয়েকটি ম্যাচে খেলার পর ডাগ আউটে বসে থাকা মহম্মদ নবিকে সুযোগ দিয়েছিল হায়দরাবাদ ৷ কিন্তু তিনিও বিশেষ কিছু করতে পারেননি ৷ 5 বলে 17 রান করে আউট হন তিনি ৷

এদিন রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে ফের একবার উইকেট নিয়েছেন ক্রিস মরিস ৷ 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট নেন তিনি ৷ সেই সঙ্গে সফল হয়েছেন বাংলাদেশের বাঁ হাতি মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমান ৷ 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন তিনিও ৷ কিন্তু, গোটা ম্যাচে আলোচনার বিষয় হয়ে থাকল হায়দরাবাদের বোলিং ৷ আজকের ম্যাচেও রাশিদ খান ছাড়া আর কেউ বল হাতে প্রভাব দেখাতে পারেননি ৷ বেশ কয়েক ম্যাচ পরে দলে ফিরে বোলিংয়ে ধার দেখাতে পারলেন না ভুবনেশ্বর কুমারও ৷

আরও পড়ুন : করোনা মহামারিতে সাহায্য ঘোষণা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

সব মিলিয়ে অধিনায়ক বদলেও 2021-র আইপিএল 14-তে জয় রাস্তা খুঁজে পেতে ব্যর্থ সানরাইজার্স হায়দরাবাদ ৷ যেখানে রাজস্থান রয়্যালস শেষের কয়েকটি ম্য়াচ জিতে লিগ টেবিলে এখনও নিজেদের আশা জাগিয়ে রেখেছে ৷

ABOUT THE AUTHOR

...view details