নয়াদিল্লি, 2 মে : অধিনায়ক বদলেও জয়ের রাস্তা খুঁজে পেল না সানরাইজার্স হায়দরাবাদ ৷ 55 রানের বিশাল ব্যবধানে রাজস্থান রয়্যালসের কাছে হার শিকার করতে হল কেন উইলিয়ামসের দলকে ৷ আজ প্রথমে ব্যাট করে শুরু থেকেই আক্রমণাত্মক ব্য়াটিং করে সেঞ্চুরি করলেন জস বাটলার ৷ 64 বলে 124 রান করেন তিনি ৷ যেখানে নির্ধারিত 20 ওভারে 220 রান করে রাজস্থান রয়্যালস ৷
জাবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ আজ জনি বেয়ার্স্টোর সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন মণীশ পাণ্ডে ৷ এই চমকটা কাজেও দিয়েছিল হায়দরাবাদের জন্য ৷ ওপেনিং জুটিতে 57 রান তোলেন তাঁরা ৷ কিন্তু, মণীশ পাণ্ডে 31 রানে ফিরে যাওয়ার পরেই ধস নামে সানরাইজার্স ব্যাটিং লাইনআপে ৷ একের পর এক উইকেট হারাতে থাকেন উইলিয়ামসরা ৷ 30 রান করে দলের 70 রানের মাথায় আউট হন বেয়ার্স্টো ৷ এর পর একে একে বিজয় শঙ্কর, কেন উইলিয়ামসন, কেদার যাদবরা প্যাভিলিয়নে ফিরে যান ৷ প্রথম কয়েকটি ম্যাচে খেলার পর ডাগ আউটে বসে থাকা মহম্মদ নবিকে সুযোগ দিয়েছিল হায়দরাবাদ ৷ কিন্তু তিনিও বিশেষ কিছু করতে পারেননি ৷ 5 বলে 17 রান করে আউট হন তিনি ৷