পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রাহুল, হুড্ডার বিধ্বংসী ব্যাটিং; রাজস্থানকে 222 রানের টার্গেট দিল পঞ্জাব - IPL 2021

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম অধিনায়কত্ব করতে নেমে ঋষভ পন্থ টস জিতেছিলেন ৷ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল মুম্বইয়ে ৷ অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচেই টস জিতলেন সঞ্জু স্যামসন ৷ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ৷ প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস করে 221 রান ৷

বোলিংয়ের সিদ্ধান্ত সঞ্জুর
বোলিংয়ের সিদ্ধান্ত সঞ্জুর

By

Published : Apr 12, 2021, 7:36 PM IST

Updated : Apr 12, 2021, 9:34 PM IST

মুম্বই, 12 এপ্রিল : মাত্র 9 রানের জন্য শতরান হাতছাড়া লোকেশ রাহুলের ৷ রাহুল তেওটিয়ার অসাধারণ ক্য়াচে ফিরতে হল পঞ্জাব অধিনায়ককে ৷ তবে তার আগে লোকেশ রাহুল, ক্রিস গেইল ও দীপক হুড্ডার দাপটে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল পঞ্জাব কিংস ৷ আইপিএল 2021 -এ প্রথমবার কোনও দল 200 রানের গণ্ডি টপকালো ৷ প্রথমে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসনের দলকে 222 রানের টার্গেট দিল রাহুলের পঞ্জাব ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম অধিনায়কত্ব করতে নেমে ঋষভ পন্থ টস জিতেছিলেন ৷ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল মুম্বইয়ে ৷ অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচেই টস জিতলেন সঞ্জু স্যামসন ৷ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ৷

ম্যাচের শুরু থেকেই আর্চারহীন রাজস্থান বোলারদের উপর কার্যত রোড রোলার চালাল লোকেশ রাহুল, দীপক হুড্ডারা ৷ পাওয়ার প্লের মধ্যে ব্যক্তিগত 14 রানে নবাগত চেতন সাকারিয়ার বলে ময়ঙ্ক আগরওয়াল ফিরলেও পঞ্জাবের রানের গতিতে কখনও হ্রাস পড়েনি ৷ ক্রিস গেইল ও লোকেশ রাহুল 67 রানের পার্টনারশিপ গড়েন ৷ কিন্তু 28 বলে 40 করে বেন স্টোকের দুরন্ত ক্যাচে গেইল ফিরলেও রানের গতি আরও বাড়তে থাকে দীপক হুড্ডার ঝোড়ো ইনিংসের সৌজন্যে ৷ মাত্র 28 বলে করলেন 64 রান ৷ অধিনায়ক রাহুলের সংগ্রহ 91 রান ৷ খেললেন 50 বল ৷ অন্যদিকে প্রথম ম্য়াচ খেলতে নামা চেতন সাকারিয়া নিলেন 3টি উইকেট ৷

Last Updated : Apr 12, 2021, 9:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details